shono
Advertisement

Breaking News

বিদেশি তহবিল আইন ভাঙার অভিযোগ, ৯ হাজার কোটির জরিমানার মুখে বাইজুস!

যদিও জরিমানার কথা অস্বীকার করেছে বেঙ্গালুরুর সংস্থা।
Posted: 03:11 PM Nov 21, 2023Updated: 03:12 PM Nov 21, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বড়সড় অস্বস্তিতে বেঙ্গালুরুর সংস্থা বাইজুস। বিদেশি তহবিল আইন লঙ্ঘন করার অভিযোগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি তাদের ৯ হাজার কোটি টাকা জরিমানা করেছে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে তেমনটাই জানানো হয়েছে। যদিও সংস্থার তরফে এই ধরনের কোনও বিজ্ঞপ্তি পাওয়ার কথা অস্বীকার করা হয়েছে।

Advertisement

ঠিক কী অভিযোগ বাইজুসের (Byju’s) বিরুদ্ধে? ইডি (ED) সূত্রের দাবি, ২০১১ থেকে ২০২৩ সালের মধ্যে ২৮ হাজার কোটি টাকার প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ পেয়েছিল ওই সংস্থা। পাশাপাশি ওই একই সময়কালের মধ্যে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের নামে প্রায় ৯ হাজার ৭৫৪ কোটি টাকা পাঠিয়েছেও। বিজ্ঞাপন ও প্রচার বাবদ ৯৪৪ কোটি টাকাও জমা করেছিল। এর মধ্যে বিদেশে পাঠানো অর্থও রয়েছে।

[আরও পড়ুন: হতে চলেছে যুদ্ধবিরতি! হামাস প্রধানের দাবিতে পণবন্দিদের মুক্তির আভাস]

বাইজুস অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে। তাদের তরফে এক্স হ্যান্ডলে দাবি করা হয়েছে, ‘বাইজুস দ্ব্যর্থহীনভাবে মিডিয়া রিপোর্টগুলিকে অস্বীকার করছে, যেখানে বাইজুসকে তহবিল আইন লঙ্ঘনের জন্য অভিযুক্ত করার কথা বলা হয়েছে। কর্তৃপক্ষের কাছ থেকে এমন কোনও যোগাযোগ পায়নি সংস্থা।’

প্রসঙ্গত, ২০২০-২১ অর্থবর্ষ থেকে বাইজুসের তরফে কোনও আর্থিক বিবৃতি দেওয়া হয়নি। অ্যাকাউন্টের অডিটও করা হয়নি। এই পরিস্থিতি নিয়ে দাবি উঠল ইডির নির্দেশ নিয়ে।

[আরও পড়ুন: ইরানের হাতে নতুন হাইপারসনিক মিসাইল, ইজরায়েলকে গুঁড়িয়ে দেওয়াই কি লক্ষ্য?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement