shono
Advertisement

Breaking News

ফের বড়পর্দায় ‘ব্যোমকেশ’রূপে ফিরছেন আবির চট্টোপাধ্যায়, অজিতের চরিত্রে নতুন মুখ !

পরিচালক অরিন্দম শীলের এই ছবিতে গাঁটছড়া বাঁধছে টলিউডের দুই বড় প্রযোজনা সংস্থা।
Posted: 12:14 PM Feb 25, 2022Updated: 03:07 PM Feb 25, 2022

শম্পালী মৌলিক: ফের ব‌্যোমকেশ-রূপে আবির্ভাব ঘটতে চলেছে আবির চট্টোপাধ‌্যায়ের। সত‌্যবতীর ভূমিকায় থাকছেন সোহিনী সরকার-ই। আর নতুন অজিত হিসাবে অবতীর্ণ হবেন সুহোত্র মুখোপাধ‌্যায়। এই ছবির মাধ‌্যমেই চতুর্থবারের জন‌্য ব‌্যোমকেশ-ফিল্ম হাতে নিচ্ছেন পরিচালক অরিন্দম শীল। প্রযোজনার ক্ষেত্রেও থাকছে চমক। এই প্রথম ‘এসভিএফ’ ও ‘ক‌্যামেলিয়া প্রোডাকশন্স’ যৌথভাবে কোনও ছবি প্রযোজনা করতে চলেছে।

Advertisement

বেশ কিছুদিন বাদে ‘এসভিএফ’-এর সঙ্গে ছবি করতে এসে অরিন্দম শীল বলছেন, “বিশুপাল বধ’ গল্পটা ইন্টারেস্টিং। আবার একটা চ‌্যালেঞ্জ তৈরি হল। এই ব‌্যোমকেশ-কাহিনির শেষে কী হবে, সেটা পদ্মনাভ (দাশগুপ্ত) আর আমি ছাড়া কেউ জানে না। শরদিন্দু বন্দ‌্যোপাধ‌্যায় এই গল্পটা লেখার সময় প্রয়াত হন। অর্ধেকটা লিখে গিয়েছিলেন। বাকিটা নারায়ণ সান‌্যাল শেষ করেছিলেন। কিন্তু নারায়ণ সান‌্যাল যে গল্পটা শেষ করেন, সেটা নিয়ে আমরা ছবি করছি না। এই অর্ধেকটা আমি নিজের গল্প রাখছি। যেটা আমি আর পদ্মনাভ লিখেছি।” তাঁর থেকে আরও জানা গেল ১৯৭১-এর কলকাতা এই ছবির পটভূমি। সেই সময় চলছে নকশাল আন্দোলন। রাজনৈতিক অবক্ষয়ের পাশাপাশি, সাংস্কৃতিক অবক্ষয় মিশে থাকবে চিত্রনাট‌্যে। এই সময়েই বাংলা থিয়েটারে ক‌্যাবারের প্রচলন হয়। টালমাটাল সময়ে দাঁড়িয়ে রাজনৈতিক ও সাংস্কৃতিক সংঘাতের আবহেই থিয়েটারের স্টেজে একটা মৃত‌্যু ঘটে যায়। সেটাই গল্পের কেন্দ্রে। ঘটনাটা ব‌্যোমকেশ চাক্ষুষ করে। এরপরে সত‌্যান্বেষী সেই কেস সলভ করতে নামে। প্রচুর চরিত্র থাকবে ছবিতে, তাই কাস্টিংয়ে আরও চমক থাকবে আশা করা যায়।

[আরও পড়ুন: ফের অভিনয়ে কপিল শর্মা, সাজিদের ছবিতে কোন ভূমিকায় দেখা যাবে কমেডিয়ানকে? ]

নতুন অজিত প্রসঙ্গে অরিন্দম বলছেন, “সুহোত্রর বেশ কিছু কাজ দেখেছি। ওকে ‘অজিত’ হিসাবে ভাল লাগবে মনে হয়েছে।” প্রসঙ্গত, সম্প্রতি ওয়েবের কাজে সুহোত্র নজর কেড়েছেন। ‘দ‌্য একেন’ ছবিতেও তিনি রয়েছেন। তাঁর দ্বিতীয় বড়পর্দার কাজ হতে চলেছে এই ব‌্যোমকেশ-ছবি। নিঃসন্দেহে বড় চ‌্যালেঞ্জ। কারণ এর আগে অরিন্দমের ব‌্যোমকেশ ছবিতে ঋত্বিক চক্রবর্তী ও রাহুলের মতন দক্ষ অভিনেতাদের অজিত হিসাবে পেয়েছে দর্শক।

অজিতের চরিত্রে দেখা যাবে সুহোত্র মুখোপাধ্যায়কে।

এই ছবির জন‌্য টলিউডের দু’টি বড় প্রযোজনা সংস্থার সংযুক্তি নিয়ে খুব তৃপ্ত শোনাল অরিন্দম শীলকে– ‘এটা আমি ঘটাতে পেরেছি, এতে আমি খুব খুশি। এটাই কিছুদিন পরে প্রচলিত মডেল হবে। আমি দীর্ঘদিন চেষ্টা করেছি যাতে প্রযোজকরা একজোট হয়। ছাড়া ছাড়াভাবে আর সিনেমা করা যায় না। এই মুহূর্তে একজোট হওয়া খুব দরকার। আর শুধু আমার ছবির জন‌্য নয়, ওরা নিশ্চয়ই একসঙ্গে আরও কিছু প্ল‌্যান করবে।”

[আরও পড়ুন: বম্বে হাই কোর্টে স্বস্তি পেল ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’, বিতর্কে ইতি টেনে মুক্তি পাচ্ছে বনশালির ছবি ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement