সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ‘ব্যোমকেশ’ মানেই রহস্য-রোমাঞ্চের মায়াজাল৷ যা নিজের মতো করে সাজিয়েছিলেন মায়েস্ট্রো সত্যজিৎ রায়৷ নিজের গ্ল্যামার কোশেন্টকে সরিয়ে রেখে বাঙালির প্রিয় গোয়েন্দা হয়ে উঠেছিলেন মহানায়ক উত্তম কুমারও৷ সেই নস্টালজিয়া আজও অমলিন দর্শকদের মননে৷
ফ্যাক্ট ও ফিকশনের এই মিথকে এবার নিজের মতো করে সাজিয়ে পর্দায় আনতে চলেছেন পরিচালক অঞ্জন দত্ত৷ এবারে ‘ব্যোমকেশ ও চিড়িয়াখানা’র প্রথম ঝলকে বেশ অ্যাংরি অবতারে দেখা যাচ্ছে যিশু সেনগুপ্তকে৷ সঙ্গী অজিত ওরফে শাশ্বত চট্টোপাধ্যায়ই এবারে ব্যোমকেশের সূত্রধর৷
সাহিত্যের পটভূমিকায় মেলবন্ধন ঘটেছিল বাংলা সিনেমার দুই মহিরুহর৷ নস্টালজিয়ার সেই পথে না হেঁটে, ব্যতিক্রমী হওয়ার চেষ্টা করেছেন পরিচালক৷ নতুনত্বের ভাল-মন্দের বিচার তোলা রইল দর্শকদের জন্য৷
The post নতুনত্বের মোড়কে আসছে ‘ব্যোমকেশ ও চিড়িয়াখানা’ appeared first on Sangbad Pratidin.