জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: লোকসভা ভোটের আগে CAA কার্যকর হবেই। দাবি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। যা নিয়ে তুমুল কটাক্ষ করেছে তৃণমূল। তাঁদের দাবি, মিশন ২৪-এর আগে মতুয়াদের মন জিততে বিজেপি গিমিক CAA।
সোমবার বিকেলে তিনি গাইঘাটার মানিকহীরা গ্রামে নিহত বিজেপি কর্মীর কানন রায়ের বাড়িতে গিয়েছিলেন। ফেরার পথে ঠাকুরনগরে মতুয়া ঠাকুরবাড়িতে যান। হরিচাঁদ ঠাকুরের মন্দিরে প্রণাম করেন। সুকান্তবাবু বলেন,”সৌজন্যে সাক্ষাৎ করতে এসেছিলাম। মন্দিরে প্রণাম করা আমাদের সংস্কৃতি।” সেখানেই সাংবাদিক বৈঠকে তিনি দাবি করে বলেন,”আগেও বলেছি। আবার বলছি। কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি আমার পূর্ণ বিশ্বাস আছে। বাংলার মানুষকে আমি আশ্বস্ত করতে চাই বিশেষ করে মতুয়া নমঃশূদ্র-সহ সব উদ্বাস্তু মানুষদের। ২৪ এর আগেই সিএএ হবেই।”
[আরও পড়ুন: রানিনগরের পঞ্চায়েত যুদ্ধে ধরাশায়ী বাম-কংগ্রেস, উড়ল সবুজ আবিরই]
গত লোকসভা ভোটের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঠাকুরবাড়িতে এসে মতুয়াদের নাগরিকত্বের আশ্বাস দিয়েছিলেন। পরবর্তী সময়ে নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ তৈরি হয়। কিন্তু আজও তা কার্যকর না হওয়ায় মতুয়ারা ক্ষুব্ধ বলে খবর। সামনে লোকসভা ভোট। তার আগে সিএএ নিয়ে প্রতিশ্রুতি দিতে বিজেপি নেতারা আসরে নেমে পড়েছেন। না হলে মতুয়া ভোটব্যাঙ্ক ধরে রাখা কঠিন হবে বলে মনে করছে দলেরই একাংশ। উল্লেখ্য, পঞ্চায়েত ভোটেও বনগাঁর বিজেপি ভালো ফল করতে পারেনি।
সুকান্তবাবুর মন্তব্য নিয়ে তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি বিশ্বজিৎ দাস বলেন, “মতুয়াদের ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড আছে। তাঁরা ভোট দেন, ফলে তাঁরা নতুন করে নাগরিকত্ব নিতে যাবেন কেন? লোকসভা ভোটের আগে বিজেপি আবার মতুয়াদের ভাঁওতা দিতে আসরে নেমে পড়ছে। তবে মতুয়ারা এবার যোগ্য জবাব বিজেপিকে ভোটবাক্সে দিয়ে দেবেন।”