নন্দিতা রায়, নয়াদিল্লি: পাঞ্জাব ও হরিয়ানা (Punjab and Haryana) সীমানায় কৃষক বিক্ষোভে (Farmer Protest) লোকসভা নির্বাচনের আগে চাপে মোদি সরকার। এর মধ্যেই বুধবার রাত ১০.১৫ নাগাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi) নেতৃত্বে ক্যাবিনেট বৈঠকের শেষে বড় ঘোষণা করল কেন্দ্র। একগুচ্ছ ঘোষণার মধ্যে অন্যতম বড় ঘোষণাটি আখ চাষিদের জন্য।
এদিন সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর বলেন, ২০২৪-২৫ অর্থবর্ষের জন্য আখের ফেয়ার অ্যান্ড রেমুনারেটিভ প্রাইস তথা এফআরপি অর্থাৎ ন্যায্যমূল্য করা হল কুইন্টাল প্রতি ৩৪০ টাকা। যা আগের অর্থবর্ষের তুলনায় ৮ শতাংশ বেশি। এই বৃদ্ধিকে ‘ঐতিহাসিক’ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
[আরও পড়ুন: বাড়ির অন্দরে পড়ে চিকিৎসক দম্পতির গলাকাটা দেহ, লেনদেন নিয়ে অশান্তির জের?]
ফসলের ন্যূনতম সহায়ক মূল্য-সহ একাধিক দাবিতে গত ১৩ ফেব্রুয়ারি থেকে কৃষক বিদ্রোহ শুরু হয়েছে। ‘দিল্লি চলো’ ডাক দিয়েছে দেশের অসংখ্য কৃষক সংগঠন। এই আন্দোলনে মূলত পাঞ্জাব-হরিয়ানার কৃষকরা যোগ দিলেও উত্তরপ্রদেশের কৃষকদের একাংশেরও সমর্থন রয়েছে। এই পরিস্থিতিতে আখ চাষিদের নিয়ে বড় ঘোষণা পশ্চিম উত্তরপ্রদেশের আখ চাষিদের কথা ভেবে, এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল।
এদিকে MSP (ন্যূনতম সমর্থন মূল্য)-সহ যে সব বিষয়ে নানা দাবি রয়েছে আন্দোলনকারীদের, তা নিয়ে কিন্তু এদিনের সাংবাদিক বৈঠকে কোনও কথা বলেননি অনুরাগ। আপাতত দুদিনের জন্য বন্ধ রাখা হচ্ছে দিল্লি চলো মিছিল। এর মধ্যে তাঁদের দাবিদাওয়া নিয়ে কেন্দ্র ফের কোনও বড় ঘোষণা করে কিনা, সেদিকে নজর থাকবে সংশ্লিষ্ট মহলের। উল্লেখ্য, এদিন সন্দেশখালি নিয়ে প্রশ্ন করা হলে তা নিয়ে কোনও মন্তব্য করেননি অনুরাগ। জানিয়েছেন, এটা রাজ্যের বিষয়।
আখ চাষিদের জন্য বড় ঘোষণার পাশাপাশি এদিন আরও বেশ কিছু ঘোষণা করে মোদি সরকার। যার মধ্যে অন্যতম মহিলাদের নিরাপত্তা সংক্রান্ত বিষয়। কেন্দ্রীয় মন্ত্রকের প্রস্তাব মেনে নিয়ে কেন্দ্র মহিলাদের নিরাপত্তা সংক্রান্ত প্রকল্পে ২০২১-২২ থেকে ২০২৫-২৬ পর্যন্ত মোট খরচ ১১৭৯.৭২ কোটি টাকা বরাদ্দ করতে সম্মত হয়েছে। এর মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রক দেবে ৮৮৫.৪৯ কোটি টাকা। এছাড়া ২৯৪.২৩ কোটি টাকা দেওয়া হবে নির্ভয়া তহবিল থেকে। এছাড়াও মহাকাশ থেকে পশুপালন কিংবা বন্যা মোকাবিলা-সহ একাধিক বিষয়ে এদিন নানা ঘোষণা করেছে কেন্দ্র।