shono
Advertisement

হিন্দুস্তান কেবলস বন্ধে সায় দিল মন্ত্রিসভা

পুজোর মুখেই রাষ্ট্রায়ত্ত সংস্থার দরজায় তালা পড়ার সিদ্ধান্তে সিলমোহর পড়ল৷ The post হিন্দুস্তান কেবলস বন্ধে সায় দিল মন্ত্রিসভা appeared first on Sangbad Pratidin.
Posted: 04:14 PM Sep 29, 2016Updated: 10:44 AM Sep 29, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সব চেষ্টা ব্যর্থ৷ পুজোর মুখেই রাষ্ট্রায়ত্ত হিন্দুস্তান কেবলস লিমিডের (এইচসিএল) দরজায় তালা পড়ার সিদ্ধান্তে সিলমোহর পড়ল৷ বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই ব্যাপারে অনুমোদন মিলেছে৷ বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী প্রকাশ জাভড়েকর বলেন, “সংস্থার কর্মীদের ২০০৭-এর পে-স্কেল অনুযায়ী আকর্ষণীয় ভিআরএস এবং ভিএসএস প্যাকেজের সুবিধা দেওয়া হবে৷ সেই সঙ্গে কর্মচারীর সমস্ত পাওনা মিটিয়ে দেওয়া হবে৷” জানা গিয়েছে, এর জন্য খরচ হবে ৪,৭০০ কোটি টাকা৷

Advertisement

সম্প্রতি কেন্দ্র সরকার তিন বছরের বেশি লোকসানে চলা বেশ কিছু সিপিএসই বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে৷ তার মধ্যে হিন্দুস্তান কেবলস লিমিটেডও রয়েছে৷ বর্তমানে সংস্থায় কর্মীর সংখ্যা ১,৫০০ জন৷ ১৯৫২ সালে পশ্চিমবঙ্গের রূপনারায়ণপুরে প্রতিষ্ঠা হয় হিন্দুস্তান কেবলস লিমিটেড৷ এইচসিএলের কর্মীরা ১৯৯৭ পে ব্যান্ডে বেতন পেয়ে থাকেন৷ এছাড়াও রাজ্যের নরেন্দ্রপুর, তেলেঙ্গানার হায়দরাবাদ এবং উত্তরপ্রদেশের এলাহাবাদে এর ইউনিট রয়েছে৷ একটি বিবৃতিতে জানানো হয়েছে, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কনসর্টিয়ামের কাছে সংস্থার ৩০৫.৬৩ কোটি টাকা৷ সেই ঋণে সুদ সম্পূর্ণভাবে মকুব করা হবে৷

সরকার পরিচালিত বিএসএনএল এবং এমটিএনএল-এর প্রয়োজনের টেলিকম কেবল উৎপাদনের জন্যই এইচসিএলের প্রতিষ্ঠা হয়েছিল৷ কিন্তু টেলিকম প্রযু্ক্তিতে দ্রুত অগ্রগতির কারণে (তার থেকে বেতার) কেবলের প্রয়োজন ফুরিয়েছে৷ ২০০৩ সালের জানুয়ারি থেকে সংস্থার উৎপাদন বন্ধ রয়েছে৷ ভারী শিল্প দফতর থেকে এই সংস্থার পুনরুজ্জীবনে একাধিক চেষ্টা করা হলেও, সবই ব্যর্থ হয়েছে৷

The post হিন্দুস্তান কেবলস বন্ধে সায় দিল মন্ত্রিসভা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement