shono
Advertisement
Mohun Bagan

কলকাতা পুলিশের বিরুদ্ধে নামার আগে চমক মোহনবাগানের, অনুশীলনে কোচ বাস্তব রায়

ডুরান্ডের প্রথম দুই ম্যাচেও ডাগআউটে বসতে পারেন বাস্তব। কোচ মোলিনা থাকতে পারেন ডার্বি থেকে।
Published By: Subhajit MandalPosted: 11:33 AM Jul 23, 2024Updated: 11:33 AM Jul 23, 2024

স্টাফ রিপোর্টার: পিয়ারলেসের বিরুদ্ধে স্বস্তির জয় এসেছে। কলকাতা লিগে মোহনবাগানের সামনে এবার কলকাতা পুলিশ (Kolkata Police)। লিগ টেবিলে মোহনবাগানের থেকে অনেকটা উপরে থাকা কলকাতা পুলিশের বিরুদ্ধেও জয়ের ধারাবাহিকতা রাখতে মরিয়া রাজ বাসফোররা।

Advertisement

গত ম্যাচে রক্ষণকে মজবুত করার দিকে নজর দিয়েছিলেন মোহনবাগান (Mohun Bagan) কোচ ডেগি কার্ডোজো। এই জন্যই প্রথম একাদশে এনেছিলেন সুমিত রাঠিকে। এই ম্যাচেও রক্ষণকে সামলে আক্রমণই লক্ষ্য তাঁর। তবে মঙ্গলবারের ম্যাচেও অনিশ্চিত ডিফেন্ডার দীপেন্দু বিশ্বাস। এদিন অবশ্য মোহনবাগান অনুশীলনে দেখা গেল কোচ বাস্তব রায়কে। গতবার কলকাতা লিগে এই দলটার দায়িত্বে ছিলেন তিনিই। এবার তাঁর বদলে আনা হয়েছে কার্ডোজোকে। যদিও ডার্বি হারের পর থেকেই মোহনবাগান সমর্থকদের একটা অংশ বাস্তবকে ফিরিয়ে আনার দাবি তুলেছিলেন।

[আরও পড়ুন: সৌরভের থেকেও ভালো ইনজামামের ভাইপো! আজব তুলনা করে তোপের মুখে পাক সাংবাদিক]

জানা গিয়েছে, দলের অনুশীলনে নামলেও কলকাতা লিগের বেঞ্চে থাকার সম্ভাবনা কম বাস্তবের (Bastab Roy)। তবে ডুরান্ড কাপে সম্ভবত প্রথম দুটি ম্যাচে মোহনবাগান বেঞ্চে থাকবেন তিনি। তাই, অনুশীলনে নেমে গেলেন বাস্তব। তবে কোচ জোস মোলিনা (Jose Molina) চাইলে তিনি বেঞ্চে থাকতে পারেন ডার্বিতে। তিনি ভারতে এলে সেই বিষয়ে সিদ্ধান্ত হবে। এদিন সিনিয়র দলের আশিস রাই রিজার্ভ দলের সঙ্গে অনুশীলনে নামেন।

[আরও পড়ুন: ‘বেকার’ থাকার দিন শেষ! ফের আইপিএলে ফিরতে পারেন দ্রাবিড়]

আজ কলকাতা লিগে
মোহনবাগান বনাম কলকাতা পুলিশ
দুপুর ৩.০০, কল্যাণী স্টেডিয়াম
জি ২৪ ঘণ্টা নেটওয়ার্ক।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পিয়ারলেসের বিরুদ্ধে স্বস্তির জয় এসেছে।
  • কলকাতা লিগে মোহনবাগানের সামনে এবার কলকাতা পুলিশ
  • লিগ টেবিলে মোহনবাগানের থেকে অনেকটা উপরে থাকা কলকাতা পুলিশের বিরুদ্ধেও জয়ের ধারাবাহিকতা রাখতে মরিয়া রাজ বাসফোররা।
Advertisement