shono
Advertisement
Bhawanipore Club

জোড়া গোল জোজোর, রেলওয়েকে হারিয়ে কলকাতা লিগের শীর্ষে ভবানীপুর

ভবানীপুর লিগ শীর্ষে উঠলেও ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে ইস্টবেঙ্গল।
Published By: Arpan DasPosted: 05:05 PM Aug 30, 2024Updated: 05:20 PM Aug 30, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কলকাতা লিগে ফের অসামান্য ফুটবল ভবানীপুর ক্লাবের। একের পর এক ম্যাচ জিতে ছুটে চলেছে তাদের জয়রথ। লিগের ম্যাচে এদিন জিতেন মুর্মুরা হারালেন রেলওয়ে এফসি-কে। ৪-০ গোলে ম্যাচ জিতে লিগের গ্রুপে শীর্ষেও উঠে গেল ভবানীপুর।

Advertisement

নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে ম্যাচের ২৬ মিনিটেই ভবানীপুরকে এগিয়ে দেন জোজো। বক্সের মধ্যে বল পান জিতেন। নিজে পড়ে গেলেও তা এগিয়ে দেন জোজোকে। তাঁর জোরাল শট জড়িয়ে যায় রেলওয়ে এফসির জালে। প্রথমার্ধে অসংখ্য আক্রমণ তুলে আনলেও গোলের ব্যবধান আর বাড়েনি। কিন্তু দ্বিতীয়ার্ধে ঝড় তুলে দিলেন বিক্রম প্রধানরা।

[আরও পড়ুন: স্বর্ণমন্দিরে ভিনেশ, সর্বশক্তিমানের কাছে আরও শক্তি চাইলেন তারকা কুস্তিগির]

ম্যাচের ৪৮ মিনিটে ফের এগিয়ে যায় ভবানীপুর। বক্স থেকে অনেকটা এগিয়ে এসে বল ক্লিয়ার করে মাঝমাঠে পাঠিয়ে দেন রেলওয়ের গোলকিপার শুভঙ্কর দত্ত। সেই বল যখন জোজো ধরেন, তখন গোলপোস্ট পুরো অরক্ষিত। গোল লক্ষ্য করে বল ভাসিয়ে দেন তিনি। রেলওয়ে গোলকিপার ফেরার আগেই তা জালে জড়িয়ে যায়। তার দুমিনিটের মাথায় ম্যাচের তৃতীয় গোলটি করেন বিক্রম। কিন্তু তার আগে জোজো মাঝমাঠ থেকে থেকে যে থ্রুটি বাড়ান, তা বাঁধিয়ে রাখার মতো। সেই বল ধরে গোল করেন বিক্রম।

[আরও পড়ুন: ‘পাকিস্তানে যাওয়া উচিত নয় ভারতের’, চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে মত কানেরিয়ার]

চতুর্থ গোলটি আসে ৫৮ মিনিটে। বিক্রমের অ্যাসিস্ট থেকে গোল করতে ভুল করেননি জিতেন মুর্মু। শেষ পর্যন্ত ৪-০ গোলে জেতে ভবানীপুর। সেই সঙ্গে কলকাতা লিগে নিজেদের গ্রুপের শীর্ষেও উঠে এল তারা। ১২ ম্যাচে ৩১ পয়েন্ট জোজোদের। একম্যাচ কম খেলে ইস্টবেঙ্গলের পয়েন্টও সমান। কিন্তু গোলপার্থক্যে এগিয়ে রয়েছে ভবানীপুর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • কলকাতা লিগে ফের অসামান্য ফুটবল ভবানীপুর ক্লাবের।
  • একের পর এক ম্যাচ জিতে ছুটে চলেছে তাদের জয়রথ।
  • লিগের ম্যাচে এদিন জিতেন মুর্মুরা হারালেন রেলওয়ে এফসি-কে।
Advertisement