সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কলকাতা লিগে ইস্টবেঙ্গলের (East Bengal) দাপট অব্যাহত। গ্রুপ পর্বে একটাও ম্যাচ না হেরে সুপার সিক্সে উঠেছিল লাল-হলুদ ব্রিগেড। সেই অপ্রতিরোধ্য ফর্মে থেকেই সুপার সিক্স শুরু করলেন পিভি বিষ্ণুরা। কাস্টমসকে ৪-১ গোলে উড়িয়ে দিল ইস্টবেঙ্গল। জোড়া গোল বিষ্ণুর। তবে একের পর এক গোল মিস না করলে জয়ের ব্যবধান আরও বাড়াতে পারত লাল-হলুদ ব্রিগেড।
সায়ন বন্দ্যোপাধ্যায়-পিভি বিষ্ণুদের দাপটে কলকাতা লিগে (Calcutta Football League) অপ্রতিরোধ্য ছিল লাল-হলুদ বাহিনী। ১২ ম্যাচের মধ্যে ১১টিতেই জিতেছে ইস্টবেঙ্গল। ড্র করেছে মাত্র একটি ম্যাচে। সবমিলিয়ে ৩৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে সুপার সিক্সের যোগ্যতা অর্জন করেছে ইস্টবেঙ্গল। জুনিয়র দলের পারফরম্যান্স দেখে আশায় বুক বাঁধছেন লাল-হলুদ সমর্থকরা। সুপার সিক্সে দলের প্রথম ম্যাচ দেখতে এদিন ইস্টবেঙ্গল মাঠে হাজির ছিলেন বহু ভক্ত।
[আরও পড়ুন: হরমনপ্রীতের ২০০ গোল, দক্ষিণ কোরিয়াকে উড়িয়ে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিতে ভারত]
ম্যাচের শুরুতেই অবশ্য পিছিয়ে পড়ে ইস্টবেঙ্গল। ২৭ মিনিটে গোল করেন কাস্টমসের রবি হাঁসদা। তবে এক গোল খাওয়ার পর থেকে দুরন্ত কামব্যাক করেন সায়নরা। একের পর এক আক্রমণ শানাতে থাকেন বিপক্ষের বক্সে। কিন্তু কিছুতেই গোল হচ্ছিল না। অবশেষে ৪৫ মিনিটে গোল শোধ করে সমতা ফেরান শ্যামল বেসরা। দুমিনিটের মধ্যে ফের গোল। দুরন্ত শটে গোল করে দলকে এগিয়ে দেন পিভি বিষ্ণু।
২-১ এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধের খেলা শুরু করে লাল-হলুদ ব্রিগেড। আরও আগ্রাসী ফুটবল খেলতে শুরু করেন আমালরা। ৫১ মিনিটে ফের গোল করেন বিষ্ণু। ম্যাচের শেষদিকে এসে ৭৪ মিনিটে গোল করেন আমাল। ম্যাচজুড়ে অসাধারণ ফুটবল খেললেও অজস্র গোলের সুযোগ নষ্ট করেছে লাল-হলুদের জুনিয়র ব্রিগেড। গোল মিসের অভ্যাস চিন্তায় রাখবে কোচ বিনো জর্জকে। অন্যদিকে, সুপার সিক্সের প্রথম ম্যাচে ভবানীপুরকে ২-০ হারাল মহামেডান।