সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুক্রবার নৈহাটিতে কলকাতা লিগের (Calcutta Football League) চ্যাম্পিয়নশিপ রাউন্ডে মহামেডানের মুখোমুখি হতে চলেছে ইস্টবেঙ্গল। এই ম্যাচে লাল-হলুদের অন্যতম ভরসা তন্ময় দাস, জেসিন টিকে, আমন সিকে, পিভি বিষ্ণু, সায়ন বন্দ্যোপাধ্যায়, শ্যামল বেসরা। এই ছয় ফুটবলারকেই আইএসএলের জন্য নথিভুক্ত করিয়েছে ইস্টবেঙ্গল। সকালে রিজার্ভ দলের সঙ্গে অনুশীলনের পর বিকালে সিনিয়র দলের প্র্যাকটিসেও হাজির ছিলেন তাঁরা।
শুরুতে প্রায় ৩০ মিনিট রিজার্ভ দলের কোচ বিনো জর্জ এবং এই ছয় ফুটবলারের সঙ্গে আলোচনা করেন কোচ কার্লেস কুয়াদ্রাত। শোনা যাচ্ছে, শুক্রবারের ম্যাচ নিয়েও কথা হয়েছে সেখানে। ১৪ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে লিগ টেবলের শীর্ষে রয়েছেন তন্ময়-জেসিনরা। গত ম্যাচে সুরুচি সংঘকে পাঁচ গোল দিয়েছিলেন তাঁরা।
আপাতত যা অঙ্ক, তাতে শেষ তিন ম্যাচে চার পয়েন্ট পেলেই কলকাতা লিগ চ্যাম্পিয়ন হয়ে যাবে ইস্টবেঙ্গল। ডায়মন্ডহারবার এফসি ছাড়া আর কেউই সেভাবে তাদের সমস্যায় ফেলতে পারবে না। আর সেখানে লিগ জয়ের দৌড় থেকে ছিটকে গিয়েছে মহামেডান। তবে এমন প্রতিপক্ষের বিরুদ্ধেও ঝুঁকি নিতে নারাজ কোচ বিনো। দলকে সেভাবেই তৈরি করেছেন তিনি। মহামেডান কোচ হাকিম সেগেন্ডোর লক্ষ্য ইস্টবেঙ্গলকে হারিয়ে সম্মান রক্ষা।
আজ কলকাতা লিগে
ইস্টবেঙ্গল বনাম মহামেডান
দুপুর ৩টে