সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কলকাতা লিগের (Calcutta Football League) সুপার সিক্সে উঠতে হলে মহামেডান স্পোর্টিংয়ের (Mohammedan Sporting Club) কাছে বাকি সব কটি ম্যাচই 'ফাইনাল'। সেই তাগিদ নিয়েই মাঠে নেমেছিলেন গতবারের চ্যাম্পিয়নরা। আর এরিয়ানের সঙ্গে প্রথম 'ফাইনাল'-এ পিছিয়ে থেকেও জয় ছিনিয়ে নিল সাদা-কালো ব্রিগেড। ৪-১ গোলে জিতে সুপার সিক্সে যাওয়ার আশা এখনও বাঁচিয়ে রাখল হাকিম সেগেন্ডোর ছেলেরা।
যদিও ম্যাচের ২০ মিনিটেই পঙ্কজের গোলে এগিয়ে গিয়েছিল এরিয়ান। বক্সের সামনে থেকে নেওয়া তাঁর বাঁকানো ফ্রি কিক বারে লেগে গোলে ঢুকে যায়। দাঁড়িয়ে দেখা ছাড়া কিছুই করার ছিল না মহামেডানের গোলকিপার শুভজিতের। প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে থাকার পর সুপার সিক্সের আশা ক্রমশ ফিকে হচ্ছিল তাদের। কিন্তু দ্বিতীয়ার্ধে দেখা গেল সম্পূর্ণ অন্য মহামেডানকে। বিশেষ করে মহীতোষকে নামানোর পর আরও বেশি সংঘবদ্ধ ফুটবল খেলে সাদা-কালো ব্রিগেড।
[আরও পড়ুন: অস্ট্রেলিয়া সিরিজে কি খেলবেন মহম্মদ শামি? কী বলছেন জয় শাহ?]
৪ মিনিটের মধ্যেই সমতা ফেরায় মহামেডান। বক্সের বাইরে থেকে বাঁ পায়ের বাঁকানো শট জালে জড়িয়ে যেতেই কামব্যাকের পথ খুঁজে পায় তারা। ৫৯ মিনিটে গোল করেন ইসরাফিল। কর্নার থেকে ভেসে আসা বল এরিয়ান ডিফেন্ডারদের দাঁড় করিয়ে রেখে হেডে গোল করে যান তিনি। ম্যাচের পর 'জাস্টিস ফর আর জি কর' লেখা জার্সি তুলে ধরেন মহামেডান ফুটবলাররা। ৪-১ গোলে জিতে গ্রুপ এ-র প্রথম তিনের মধ্যেও ঢুকে গেল তারা। মহামেডানের উপর এখন রয়েছে ডায়মন্ড হারবার ও সুরুচি সংঘ।