shono
Advertisement

Breaking News

কলকাতা লিগে মোহনবাগানের জয়ের ধারা অব্যাহত, ড্র করেও শীর্ষে ডায়মন্ড হারবার

মোহনবাগানের হয়ে রীতিমতো ম্যাজিক দেখালেন নাওরেম এবং সুহেল।
Posted: 05:14 PM Aug 05, 2023Updated: 05:21 PM Aug 05, 2023

মোহনবাগান: ২ (নাওরেম, সুহেল)
ইউনাইটেড স্পোর্টস: ০
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কলকাতা লিগে মোহনবাগানের (Mohun Bagan) জয়ের ধারা অব্যাহত। টানা ম্যাচ খেলার ক্লান্তি উপেক্ষা করেই ইউনাইটেড স্পোর্টসকে দু’গোলে হারিয়ে দিল সবুজ-মেরুন শিবির। মোহনবাগানের হয়ে গোলদুটি করেন নাওরেম এবং সুহেল। প্রথম গোলটি ২৭ মিনিটে করেন নাওরেম। কার্যত একার দক্ষতায় বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে গোলটি করেন তিনি। আর শেষদিকে ৮৮ মিনিটে দূরপাল্লার জোরাল শট থেকে গোল করেন সুহেল।

Advertisement

মাত্র ৪৮ ঘণ্টা আগে ডুরান্ড কাপে খেলতে হয়েছে সবুজ-মেরুনকে। সেই কলকাতা লিগের (Calcutta Football League) মতো রিজার্ভ দলের একাধিক ফুটবলার ছিলেন। স্বাভাবিকভাবেই এই ম্যাচে নামার আগে ফুটবলারদের ক্লান্তির বিষয়টি মাথা রাখতে হয়েছে কোচ বাস্তব রায়কে। সেইমতোই প্রথম একাদশে একাধিক পরিবর্তন করেন তিনি। কিন্তু তাতেও ক্লান্তি কাটানো যায়নি। ২-০ গোলে জিতলেও গোটা ম্যাচেই মোহনবাগান ফুটবলারদের ভুগিয়েছে ক্লান্তি আর স্লথগতি। মোহনবাগানের থেকে বেশি সুযোগ তৈরি করেও গোলমুখে ব্যর্থতা ভোগাল ইউনাইটেডকে।

[আরও পড়ুন: কাউন্টিতে অভিষেক ম্যাচে হতশ্রী আউট, পড়ে গিয়ে নিজেই উইকেট ভাঙলেন পৃথ্বী শ]

মোহনবাগানের পাশাপাশি এদিন ডায়মন্ড হারবারের (Dimond Harbour FC) ম্যাচেও নজর ছিল ফুটবলপ্রেমীদের। লিগ টেবিলে পাঁচ নম্বরে থাকা পিয়ারলেস এদিন আটকে দিল ডায়মন্ড হারবার এফসিকে। ম্যাচের ঠিক ৪৫ মিনিটে প্রথম গোলটি করে পিয়ারলেস। ৬৬ মিনিটে সেই গোল শোধ করে সমতা ফেরান মনতোষ চাকলাদার। এরপর আর ম্যাচে কোনও গোল হয়নি। এই ড্রয়ের ফলে লিগ টেবিলে শীর্ষস্থান ধরে রাখল ডায়মন্ড হারবার।

[আরও পড়ুন: সেপ্টেম্বরে বাবা হচ্ছেন, কিংস কাপে নাও খেলতে পারেন সুনীল ছেত্রী]

এই মুহূর্তে ৭ ম্যাচে ডায়মন্ড হারবারের সংগ্রহ ১৭ পয়েন্ট। ৬ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে মোহনবাগান। অর্থাৎ ডায়মন্ডহারবারের থেকে এক ম্যাচ কম খেলেছে সবুজ-মেরুন শিবির।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement