shono
Advertisement
Calcutta Football League

ফের পয়েন্ট নষ্ট, কলকাতা লিগের সুপার সিক্স থেকে আরও দূরে মোহনবাগান

পয়েন্ট টেবিলে সাত নম্বরে নেমে গেল মোহনবাগান।
Published By: Anwesha AdhikaryPosted: 05:07 PM Aug 14, 2024Updated: 05:59 PM Aug 14, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের পয়েন্ট নষ্ট মোহনবাগানের। কলকাতা লিগের (Calcutta Football League) সুপার সিক্সে ওঠার রাস্তাও ক্রমেই কঠিন করে ফেলছে সবুজ-মেরুন ব্রিগেড। বুধবার কাস্টমসের বিরুদ্ধে এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়লেন সুমিত রাঠিরা। পয়েন্ট টেবিলে সাত নম্বরে নেমে গেল মোহনবাগান। ফলে পয়েন্ট টেবিলের প্রথম তিন স্থানে কলকাতা লিগ শেষ করা ক্রমেই কঠিন হয়ে পড়ছে মোহনবাগানের পক্ষে। 

Advertisement

চলতি লিগে একেবারেই দাপট দেখাতে পারেনি মোহনবাগান। ইতিমধ্যেই ৯টি ম্যাচ খেলে ফেলেছে তারা। মাত্র তিনবার জয়ের মুখ দেখেছে  ডেগি কার্ডোজোর দল। ড্র করেছে চারটি ম্যাচে। হারতে হয়েছে ডার্বিও। কলকাতা লিগে সবুজ মেরুনের ব্যর্থতার অন্যতম কারণ হল রক্ষণভাগ। একেবারেই ধারাবাহিকতা ছিল না রক্ষণের খেলায়।

[আরও পড়ুন: গম্ভীরের পছন্দেই সায়, ভারতের বোলিং কোচ হলেন মর্নি মর্কেল

তার মধ্যেও অবশ্য আশা দেখিয়েছিল দলের পারফরম্যান্স। পরপর দুই ম্যাচে টালিগঞ্জ ও ইস্টার্ন রেলকে পাঁচ গোল দিয়ে সুপার সিক্সের দৌড়ে কামব্যাক করেছিল মোহনবাগান। কিন্তু গত ম্যাচে জর্জের বিরুদ্ধে আবারও দলের হতশ্রী পারফরম্যান্স। তার পরে বুধবার কাস্টমসের বিরুদ্ধেও ড্র করে সুপার সিক্সে ওঠার রাস্তা আরও কঠিন করে ফেলল মোহনবাগান। এদিন ম্যাচে এক পয়েন্ট পেয়ে পয়েন্ট টেবিলের দুই নম্বরে উঠে এল কাস্টমস। মোহনবাগান নেমে গেল সাত নম্বরে। 

[আরও পড়ুন: কঙ্গনার সঙ্গে তুলনা টেনে সাইনাকে ট্রোলিং নেটদুনিয়ায়, পালটা দিলেন ব্যাডমিন্টন তারকা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • চলতি লিগে একেবারেই দাপট দেখাতে পারেনি মোহনবাগান। ইতিমধ্যেই ৯টি ম্যাচ খেলে ফেলেছে তারা।
  • কলকাতা লিগে সবুজ মেরুনের ব্যর্থতার অন্যতম কারণ হল রক্ষণভাগ। একেবারেই ধারাবাহিকতা ছিল না রক্ষণের খেলায়।
  • পরপর দুই ম্যাচে টালিগঞ্জ ও ইস্টার্ন রেলকে পাঁচ গোল দিয়ে সুপার সিক্সের দৌড়ে কামব্যাক করেছিল মোহনবাগান।
Advertisement