shono
Advertisement

ধর্ষণে জঠরে ‘অবাঞ্ছিত প্রাণ’, ২৩ সপ্তাহের গর্ভবতী যুবতীকে গর্ভপাতের অনুমতি আদালতের

২৩ সপ্তাহ সময় পর্যন্ত গর্ভপাতের সিদ্ধান্ত নিতে পারেন চিকিৎসকরা।‌
Posted: 09:18 PM Jan 29, 2024Updated: 09:18 PM Jan 29, 2024

গোবিন্দ রায়: যুবতীর ভবিষ্যতের কথা ভেবে মানবিক সিদ্ধান্ত নিল কলকাতা হাই কোর্ট। ২৩ সপ্তাহের গর্ভবতী মহিলাকে গর্ভপাতের অনুমতি দিলেন বিচারপতি। উল্লেখ্য, ২৩ সপ্তাহ সময় পর্যন্ত গর্ভপাতের সিদ্ধান্ত নিতে পারেন চিকিৎসকরা।‌ তার পর গর্ভপাতের জন্য আদালতের অনুমতি প্রয়োজন। সোমবার বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য জানিয়েছেন, যুবতীর ভবিষ্যতের কথা মাথায় রেখে ২৩ সপ্তাহে পরেও তাঁকে গর্ভপাতের অনুমতি দিচ্ছে আদালত।

Advertisement

এমআর বাঙুর হাসপাতালের স্ত্রীরোগ বিভাগের ২ বিশেষজ্ঞ চিকিৎসক ও শিশু বিভাগের ১ চিকিৎসককে নিয়ে মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। তাঁদের পর্যবেক্ষণে যুবতীর গর্ভপাত করা হবে। তবে যুবতীর যাতে শারীরিক কোনও সমস্যা না হয় তাও নিশ্চিত করতে হবে চিকিৎসকদের। যুবতী কেমন থাকছেন, তা ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে রিপোর্ট দিয়ে হাই কোর্টে জানাতে হবে। ওই যুবতী প্রথম দিকে লক্ষ্মনগুলি বুঝতে পারেননি। আদালতে জানান, ২১ সপ্তাহ পর বুঝতে পারেন যে তিনি গর্ভবতী হয়ে পড়েছেন। এর পরেই হাই কোর্টের দ্বারস্থ হন তিনি।

[আরও পড়ুন: দুই বিচারপতির সংঘাতে কলকাতা হাই কোর্ট থেকে মেডিক্যাল মামলা সরল শীর্ষ আদালতে]

অভিযোগ, ২৭ বছরের যুবতী গত বছর গল্ফগ্রিন থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করেন। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে স্থানীয় এক ব্যক্তি তাঁকে ধর্ষণ করে বলে অভিযোগ। এর পরই ওই ব্যক্তি যোগাযোগ বন্ধ করে দেন। আপাতত অভিযুক্তকে নিম্ন আদালত ইতিমধ্যে জামিনে মুক্তি দিয়েছে।

[আরও পড়ুন: ৯ বার এড়িয়েছেন তলব, এবার হেমন্ত সোরেনের বাড়িতেই হানা ইডির]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement