গোবিন্দ রায়: শিক্ষকদের পোস্টিং দুর্নীতি মামলায় সিবিআইয়ের (CBI) কাজের পরিধি আরও বাড়াল কলকাতা হাই কোর্ট (Calcutta HC)। তদন্তকারী সংস্থা প্রয়োজন মনে করলে ৩৫০ জন শিক্ষককে ডেকে জিজ্ঞাসাবাদ করতে পারে। এই সব শিক্ষকদের বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমেই চাকরি পাওয়ার অভিযোগ উঠেছে। জিজ্ঞাসাবাদ পর্ব আগামী ৭ দিনের মধ্যে শেষ করতে হবে। আগামী ২৮ আগস্ট এই মামলার পরবর্তী শুনানি। এছাড়া শুক্রবার পোস্টিং দুর্নীতি মামলায় যুক্ত করা হল ইডিকেও (ED)।
এই মামলায় হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন, জেলে গিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যকে (Manik Bhattacharya) জেরা করুক সিবিআই। এরপর ২৫ ও ২৬ জুলাই সকালে প্রেসিডেন্সি সংশোধনাগারে গিয়ে মানিক ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। তবে উচ্চ আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন মানিক। পোস্টিং মামলায় পার্টিই নন মানিক, এই যুক্তিতে সুপ্রিম কোর্ট তাঁকে জিজ্ঞাসাবাদের রায়ে স্থগিতাদেশ (Stay order) জারি করে। কিন্তু সিবিআই তদন্তের উপর কোনও স্থগিতাদেশ দেয়নি শীর্ষ আদালত। শুক্রবার সেই রায়ের বিষয়টি উল্লেখ করে সিবিআইকে তদন্ত চালিয়ে যাওয়ার নির্দেশ জানান বিচারপতি গঙ্গোপাধ্যায়।
[আরও পড়ুন: ইনস্টাগ্রামে ইতিহাস রোনাল্ডোর, মেসিকে টপকে প্রথম ব্যক্তি হিসাবে গড়লেন এই নজির]
এদিন বিচারপতি জানান, পোস্টিং দুর্নীতি মামলায় অভিযুক্ত ৩৫০ শিক্ষককে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। চাইলে তাঁদের বিরুদ্ধে মামলার নথি সংগ্রহ করতে পারবে। তার জন্য একটি বাংলা এবং ইংরেজি সংবাদপত্রে বিজ্ঞাপন দিতে হবে। যেখানে থাকবে মামলা এবং মামলাকারী আইনজীবীর নম্বর।সাতদিনের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ২৮ আগস্ট মামলার পরবর্তী শুনানি।