সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কালিয়াগঞ্জে মৃত্যুঞ্জয় বর্মনের মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিল না কলকাতা হাই কোর্ট। ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে এই ঘটনার তদন্ত করবে সিআইডি। আগামী ১২ মে’র মধ্যে রিপোর্ট জমা দিতে হবে সিআইডিকে। এমনকী দ্বিতীয়বার ময়নাতদন্তেরও কোনও প্রয়োজনীয়তা নেই বলেই জানিয়েছে হাই কোর্ট।
গত ২৬ এপ্রিল, রাতে কালিয়াগঞ্জের রাধিকাপুর গ্রামে পুলিশের অভিযান চলার সময়ে মৃত্যুঞ্জয় বর্মনের বাড়িতে পুলিশ ঢুকে পড়ে বলে অভিযোগ। তাঁর বাবাকে পুলিশ গ্রেপ্তার করতে গেলে পুলিশ গুলি চালায়। অভিযোগ, তাতেই মৃত্যুঞ্জয়ের মৃত্যু হয়। ঘটনা নিয়ে শোরগোল পড়ে যায় এলাকায়। রাজনৈতিক চাপানউতোর শুরু হয়। সোমবারই ঘটনার তদন্তভার সিআইডিকে দেওয়া হয়। সিআইডি (CID) দায়িত্ব পেয়েই কাজে নেমে পড়ে। ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করেন আধিকারিকরা। কিন্তু মৃতের পরিবার সিবিআই তদন্তের দাবিতে অনড়। হাই কোর্টের দ্বারস্থ হন নিহতের পরিজনেরা।
[আরও পড়ুন: স্পেনে জন্ম হলেও গ্রামবাংলায় ব্যাপক জনপ্রিয় শাক, জেনে নিন তার সাত-সতেরো]
ওই মামলার শুনানিতে হাই কোর্টের তরফে জানানো হয়, পুলিশের গুলিতেই যে মৃত্যুঞ্জয় বর্মনের মৃত্যু হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। আপাতত সিবিআই তদন্তে সায় দেয়নি হাই কোর্ট। তার পরিবর্তে ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে ঘটনার তদন্ত করবে সিআইডি। দ্বিতীয়বার ময়নাতদন্তের আরজিও খারিজ করে দেওয়া হয়। আগামী ১২ মে’র মধ্যে হাই কোর্টে রিপোর্ট জমা দিতে হবে সিআইডিকে।