shono
Advertisement

আমহার্স্ট স্ট্রিট কাণ্ডে কড়া হাই কোর্ট, দেহ SSKM-এ সংরক্ষণের নির্দেশ, পার্টি করতে হবে মৃতের পরিবারকে

মামলার পরবর্তী শুনানি ২৩ নভেম্বর।
Posted: 02:02 PM Nov 17, 2023Updated: 02:02 PM Nov 17, 2023

গোবিন্দ রায়: আমহার্স্ট স্ট্রিট থানায় যুবকের রহস্যমৃত্যুতে দেহ এসএসকেএমে সংরক্ষণের নির্দেশ আদালতের। মামলায় পার্টি করতে হবে মৃতের পরিবারকেও। সেই সঙ্গে পুলিশ ও মৃতের পরিবারকে হলফনামা পেশের নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট।

Advertisement

ঘটনার সূত্রপাত বুধবার। ওইদিন সন্ধেয় চুরির মোবাইল ফোন জমা দিতে থানায়  গিয়ে অসুস্থ হয়ে পড়েন অশোক সিং। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করা হয়। কিন্তু তা ঘিরে উত্তাল হয় এলাকা। পুলিশের বিরুদ্ধে পিটিয়ে মারার অভিযোগ তুলে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় মৃতের পরিবার। অভিযোগ, সেই বিক্ষোভের আগুনে ঘি ঢালেন বিজেপি নেতারা। গেরুয়া শিবিরের কাউন্সিলর সজল ঘোষ বুধবার সন্ধেয় বিক্ষোভস্থলে হাজির হন। দাবি করেন, থানার ভিতরে থাকা সিসিটিভি ফুজেট প্রকাশ্যে আনতে হবে। সেই ঘটনার জল গড়িয়েছে আদালত পর্যন্ত।

[আরও পড়ুন: দায় নিতে হবে পুলিশমন্ত্রীকেই’, আমডাঙায় তৃণমূল পঞ্চায়েত প্রধান খুনে সরব দিলীপ]

নিরপেক্ষ হাসপাতালে ময়নাতদন্ত, গোটা প্রক্রিয়ার ভিডিওগ্রাফি ও থানার সিসিটিভি ফুটেজ দেখতে চেয়ে কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করা হয়ে। সেই ঘটনায় শুক্রবার কলকাতা পুলিশের সিপিকে সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করার নির্দেশ দিল প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। মৃতদেহ SSKM হাসপাতালে সংরক্ষণ করার নির্দেশ দেওয়া হয়েছে। কেস ডায়েরি এবং পোস্টমর্টেম রিপোর্টও সংরক্ষণ করার নির্দেশ দেওয়া হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের কপি দিতে হবে মৃতের পরিবারকে। পুলিশ এবং মৃতের পরিবারকে হলফনামা জমা দিতে হবে। মামলার পরবর্তী শুনানি ২৩ নভেম্বর।

[আরও পড়ুন: কলকাতায় লক্ষ কণ্ঠে গীতাপাঠ, প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানাতে দিল্লি গেলেন সুকান্ত]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement