shono
Advertisement

৩৫০ জনের নিয়োগ বাতিল, SSC গ্রুপ সি মামলায় বড়সড় পদক্ষেপ হাই কোর্টের

গ্রুপ ডি মামলার অনুসন্ধান কমিটি বাতিল করল হাই কোর্ট।
Posted: 03:13 PM Feb 15, 2022Updated: 03:35 PM Feb 15, 2022

শুভঙ্কর বসু: এসএসসি-র গ্রুপ সি (Group C)  মামলায় নয়া মোড়। ৩৫০ জনের নিয়োগ বাতিল করল হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ। পাশাপাশি, গ্রুপ ডি মামলার তদন্তের ভার অনুসন্ধান কমিটির পরিবর্তে সিবিআই-কে দিল কলকাতা হাই কোর্ট। ১৬ মার্চের মধ্যে রিপোর্ট পেশের নির্দেশ।

Advertisement

গ্রুপ সি নিয়োগে দুর্নীতির অভিযোগ উঠেছিল। সেই মামলায় এবার ৩৫০ জনের নিয়োগ বাতিল করল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ। পাশাপাশি, এতদিনে যে অর্থ তাঁদের বেতন বাবদ খরচ করা হয়েছে, তা পুনরুদ্ধারের নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রের খবর, এসএসসির তরফে জানানো হয়েছে, নিয়োগের ক্ষেত্রে যে সুপারিশ প্রয়োজন, তা ৩৫০ জনের ক্ষেত্রে করা হয়নি। ফলে এই ৩৫০ জনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করতে পারে আদালত। এই মামলার তদন্তের নির্দেশও দেওয়া হয়েছে সিবিআইকে।

[আরও পড়ুন: চার পুরনিগমের ভোটে সন্ত্রাস, ষড়যন্ত্রের অভিযোগ, ফের হাই কোর্টে মামলা বিজেপির]

অন্যদিকে, গ্রুপ ডি’র (Group D) দুর্নীতি মামলায় অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিতকুমার বাগের নেতৃত্বে আগেই গঠন করা হয়েছিল তদন্ত কমিটি। ১৫ ফেব্রুয়ারি অর্থাৎ মঙ্গলবার হাই কোর্টে ওই অনুসন্ধান কমিটির রিপোর্ট পেশ করার ছিল। কিন্তু এদিন কমিটির তরফে কেউ যাননি বলেই খবর। এতেই ক্ষুব্ধ হন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আদালত অবমাননার অভিযোগ তুলে অনুসন্ধান কমিটি ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিল আদালত। পাশাপাশি, গ্রুপ ডি দুর্নীতি মামলার তদন্তের ভার ফের দেওয়া হল সিবিআইকেই।

হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ নির্দেশ দিয়েছে, মঙ্গলবার রাত ৯ টার মধ্যে অনুসন্ধান কমিটির দায়িত্বপ্রাপ্ত অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিতকুমার বাগের থেকে মামলা সংক্রান্ত সমস্ত নথি নিতে হবে সিবিআইকে। অন্যথায় আগামিকাল সকাল ৯ টার মধ্যে আর কে বাগের অফিস থেকে মামলার সমস্ত নথি সংগ্রহ করতে হবে। সূত্রের খবর, এই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যেতে পারে রাজ্য ও এসএসসি।

[আরও পড়ুন: কোটি টাকা মুক্তিপণ চাওয়ার পর খুন! কলকাতার গেস্ট হাউস থেকে উদ্ধার স্বর্ণ ব্যবসায়ীর দেহ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement