গোবিন্দ রায়: ‘কালীঘাটের কাকু’র স্বাস্থ্যপরীক্ষায় মেডিক্যাল বোর্ড গঠনের নির্দেশ কলকাতা হাই কোর্টের। আগামী বুধবারের মধ্যে ইডিকে মেডিক্যাল বোর্ড গঠনের কথা বলা হয়েছে। তবে হাই কোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ ‘কালীঘাটের কাকু’র জামিনের আবেদন খারিজ করে দেয়।
গত জুন মাসে হৃদরোগে আক্রান্ত হয়ে সুজয়কৃষ্ণ ভদ্রের স্ত্রী বীণা ভদ্রর মৃত্যু হয়। সুজয়কৃষ্ণ জেল হেফাজতে থাকায় বীণা দেবীর দেখাশুনার দায়িত্ব ছিল তাঁর মেয়ের হাতে। তবে স্ত্রীর শেষকৃত্যের জন্য সাময়িক ভাবে জেল থেকে বেরনোর অনুমতি পান শিক্ষা দুর্নীতিতে অভিযুক্ত কালীঘাটের কাকু। শর্তসাপেক্ষে সেই প্যারোলের মেয়াদ বাড়ায় কলকাতা হাই কোর্ট। প্যারোল শেষের পর জেলে ফিরেই অসুস্থ হয়ে পড়েন ‘কালীঘাটের কাকু’।
[আরও পড়ুন: ‘NDA’র মূল্য নেই এখন, INDIA জিতবে, দেশ বাঁচাবে’, ফের আত্মবিশ্বাসী মমতা বন্দ্যোপাধ্যায়]
অসুস্থ সুজয়কৃষ্ণ ভদ্র বর্তমানে এসএসকেএমে চিকিৎসাধীন। সম্প্রতি নিম্ন আদালতে বেসরকারি হাসপাতালে চিকিৎসা ও জামিনের আরজি জানান কালীঘাটের কাকুর আইনজীবীর। কিন্তু তার বিরোধিতা করে ইডি। পরবর্তীতে একই আবেদন নিয়ে হাই কোর্টে মামলা করেন সুজয়কৃষ্ণের আইনজীবী। সেই মামলার শুনানিতে সুজয়কৃষ্ণ ভদ্রের অসুস্থতা নিয়ে সংশয় প্রকাশ করে ইডি।