shono
Advertisement

সিভিক ভলান্টিয়ারদের কাজ কী? রাজ্যকে গাইডলাইনস তৈরির নির্দেশ হাই কোর্টের

২৯ মার্চের মধ্যে গাইডলাইন আদালতে জমা করার নির্দেশ।
Posted: 06:10 PM Mar 21, 2023Updated: 08:05 PM Mar 21, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যে কোন কোন কাজে সিভিক ভলান্টিয়ারদের ব্য়বহার করা হয়? রাজ্যের আইনশৃঙ্খলা রক্ষায় তাঁদের ভূমিকা কী? তা জানতে চাইল কলকাতা হাই কোর্ট। পাশাপাশি ২৯ মার্চের মধ্যে সিভিক ভলান্টিয়ারদের নিয়ে গাইডলাইন আদালতে জমা করার নির্দেশও দিয়েছেন বিচারপতি রাজশেখর মান্থা।

Advertisement

রাজ্য়ের সিভিক ভলান্টিয়ারদের বিরুদ্ধে লাগাতার অভিযোগ উঠেছে। অভিযোগ, বেহালার সরশুনায় এক যুবককে বাড়ি থেকে তুলে নিয়ে যায় পুলিশ। সঙ্গে ছিল ২ সিভিক ভলান্টিয়ার। তারপর থেকেই ওই যুবকের আর হদিশ মেলেনি। এনিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছে নিখোঁজ যুবকের পরিবার। সেই মামলার শুনানি চলাকালীন আমতায় ছাত্রনেতা আনিস খানের মৃত্যুতে সিভিক পুলিশের ভূমিকাও উঠে আসে। তাঁর মৃত্যুর ঘটনায় সিভিক পুলিশের দিকে অভিযোগের আঙুল উঠেছিল।

[আরও পড়ুন: সিভিল ইঞ্জিনিয়ার থেকে মডেল, রাতারাতি বিপুল সম্পত্তির মালকিন অয়নের বান্ধবী শ্বেতা]

দু’পক্ষের সওয়াল জবাব চলার পর মঙ্গলবার রাজ্য পুলিশের আইজিকে সিভিক ভলান্টিয়ারদের নিয়ে গাইডলাইন তৈরির নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজশেখর মান্থা। ২৯ মার্চের মধ্যে সেই রিপোর্ট আদালতে জমা করতে হবে। পাশাপাশি, রাজ্য়ের আইনশৃঙ্খলা রক্ষায় তাদের ভূমিকা কী, তাও জানতে চান বিচারপতি।

[আরও পড়ুন: কোটি-কোটির লেনদেন, নিয়োগ দুর্নীতির মূলচক্রীদের সঙ্গে যোগ কুন্তলের, বিস্ফোরক চার্জশিট ED’র]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement