shono
Advertisement

Breaking News

হাই কোর্টে স্বস্তি নওশাদের, তৃণমূল কর্মী খুনে আগাম জামিন ISF বিধায়কের

তৃণমূল কর্মী রাজু নস্করের হত্যাকাণ্ডে নাম জড়ায় নওশাদের।
Posted: 02:46 PM Feb 23, 2024Updated: 03:51 PM Feb 23, 2024

গোবিন্দ রায়: পঞ্চায়েত নির্বাচনের সময় তৃণমূল কর্মী খুনের মামলায় আগাম জামিন পেলেন নওশাদ সিদ্দিকি। ভাঙড়ের আইএসএফ বিধায়কের আগাম জামিন মঞ্জুর করল কলকাতা হাই কোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। গত বছরের ১৬ জুন খুন হন তৃণমূল কর্মী রাজু নস্কর। সেই মামলায় অভিযুক্ত ছিলেন নওশাদ।

Advertisement

পঞ্চায়েত নির্বাচনের আগে মনোনয়ন পর্ব জমার শেষ দিনে ভাঙড়ে তীব্র অশান্তির পরিবেশ তৈরি হয়। বোমাবাজি হয়। এলাকার বেশ কয়েকটি বাড়ি, দোকান ভাঙচুরের পাশাপাশি অগ্নিসংযোগও করা হয়। তাতে একজন আইএসএফ এবং দুজন তৃণমূল কর্মী-সহ তিনজনের মৃত্যু হয়। তৃণমূল কর্মী রাজু নস্কর খুনের ঘটনায় আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি-সহ ৬৮ জনের বিরুদ্ধে কাশীপুর থানায় মামলা রুজু হয়। প্রত্যেকের বিরুদ্ধে খুন, অস্ত্র আইনে মামলা রুজু করা হয়। সিআইডি তদন্তভার নেয়। খুনের ঘটনায় তথ্যের খোঁজে সিআইডি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন আইএসএফ বিধায়ক।

[আরও পড়ুন: ‘ডাকলেই যাবে কেন?’, গভীর রাতে মিটিং নিয়ে মহিলাদেরই তোপ সন্দেশখালির তৃণমূল নেত্রীর]

এই মামলায় আগাম জামিন পেতে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন নওশাদ সিদ্দিকি। কলকাতা হাই কোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ তাঁর আগাম জামিনের আবেদন মঞ্জুর করে। স্বাভাবিকভাবেই হাই কোর্টের নির্দেশে স্বস্তিতে আইএসএফ বিধায়ক।

[আরও পড়ুন: ‘এমন সত্যি যা শিহরিত করে’, সন্দেশখালির নির্যাতিতাদের নিয়ে তথ্যচিত্র প্রকাশ বিজেপির]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement