গোবিন্দ রায়: বিদেশ যাত্রা নাগরিকের মৌলিক অধিকার। এই মন্তব্য করে কুণাল ঘোষের বিদেশ যাত্রায় অনুমতি দিল কলকাতা হাই কোর্ট (Calcutta HC)। আগামী ১২ সেপ্টেম্বর থেকে ২৩ সেপ্টেম্বর স্পেনে (Spain) যাওয়ার অনুমতি দিল হাই কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পেন সফরে রাজ্যের প্রতিনিধি দলের সদস্য হয়ে বাণিজ্য সম্মেলনে অংশগ্রহণ করতে পারবেন কুণাল ঘোষ (Kunal Ghosh)।
এদিন এই মামলার শুনানি ছিল বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ। সওয়াল-জবাবের পর তাঁর মন্তব্য, বিদেশ যাত্রার অধিকার মৌলিক। কুণাল ঘোষ একজন অভিযুক্ত, কিন্তু তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ এখনও প্রমাণিত হয়নি। তাই তাঁর বিদেশ যাত্রা আটকানো যায় না। কুণাল ঘোষ বিদেশে গেলে তদন্ত কোনওভাবে ক্ষতিগ্রস্ত হবে তার সপক্ষে সিবিআই (CBI) কোনও তথ্য পেশ করতে পারেনি বলেও মন্তব্য করেন বিচারপতির।
[আরও পড়ুন: অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে বাকবিতণ্ডা, ওড়িশায় রহস্যমৃত্যু মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকের]
এ প্রসঙ্গেও তাঁর মন্তব্য, এর আগেও কুণাল ঘোষ সিঙ্গাপুরে (Singapore) গিয়েছেন। এবং আইন মোতাবেক ফেরত এসেছেন, আইনভঙ্গের কোনও অভিযোগ তাঁর বিরুদ্ধে ওঠেনি। তবে পাঁচ লক্ষ টাকার বন্ডে বিদেশ যাত্রার অনুমতি পেয়েছেন। স্পেন থেকে ফিরে ২৫ সেপ্টেম্বরের মধ্যে ফের আদালতে তাঁকে জমা দিতে হবে পাসপোর্ট (Passport)।
[আরও পড়ুন: ‘ইভিএমে বোতাম টেপার সময়ই আলো নিভে যাচ্ছে’, বিস্ফোরক ধূপগুড়ির মিতালি রায়]
এর আগে তৃণমূল মুখপাত্রের বিদেশ যাওয়ার আবেদনে আপত্তি জানায় ইডি। তাঁর বিরুদ্ধে তদন্ত চলছে, দেশের বাইরে গেলে সমস্যা হতে পারে বলে যুক্তি দেওয়া হয়েছিল কেন্দ্রীয় তদন্তকারীদের তরফে। কিন্তু হাই কোর্ট সেই যুক্তি খারিজ করে অতীতে কুণাল ঘোষের বিদেশযাত্রার রেকর্ড দেখান বিচারপতি। এবং ফের যাওয়ার অনুমতি দেন।