shono
Advertisement
Mamata Banerjee

'এখনও জন্মাইনি! নামটাও পছন্দ না', ছোটদের মাঝে ছেলেবেলার গল্প শোনালেন মমতা

আর কী বললেন মমতা?
Published By: Tiyasha SarkarPosted: 01:50 PM Jan 08, 2025Updated: 01:50 PM Jan 08, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই কচিকাঁচাদের মাঝে থাকতে ভালোবাসেন। বুধবার ধনধান্য স্টেডিয়ামে খুদেদের ছেলেবেলার গল্প শোনালেন মমতা। বললেন, "আমি এখনও জন্মাইনি, যেদিন মৃত্যু হবে সেদিন আমি জন্মাব।"

Advertisement

বুধবার ধনধান্য স্টেডিয়ামের পড়ুয়াদের নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল রাজ্যের তরফে। সেখানেই ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, তিনি এখনও জন্মাননি। তাঁর জন্মদিন ৫ জানুয়ারিও নয়। তা সত্ত্বেও উদযাপন, তাঁর পছন্দ নয়। কিন্তু কীভাবে এইদিনটি তাঁর জন্মদিন হল? মজার ছলে এদিন সেই গল্প বললেন মুখ্যমন্ত্রী। জানান, তাঁকে স্কুলে ভর্তি করতে নিয়ে গিয়েছিলেন বাবা। স্বাভাবিকভাবেই শিক্ষকরা তাঁর জন্মদিন জানতে চান। কিন্তু তাঁর বাবা বলতে পারেননি। তিনিই নাকি শিক্ষককে বলেছিলেন, একটি দিন লিখে নিতে। সেই থেকেই সমস্ত সার্টিফিকেটে তাঁর জন্মদিন ৫ জানুয়ারি।

মুখ্যমন্ত্রী এদিন বলেন, তাঁর জন্মের সময় বাড়িতেই প্রসব হতো। ফলত কারও পক্ষেই সঠিক দিনক্ষণ বলা সম্ভব নয়। মমতা বন্দ্যোপাধ্যায় জানান, জন্মদিন, নাম, কোনওটাই তাঁর পছন্দ নয়। একাধিকবার পালটে ফেলবেনও ভেবেছেন কিন্তু ঘটনাচক্রে তা হয়নি। এদিন ফের বাম আমলে তাঁর উপর হওয়া নির্যাতনের কথাও বলেছেন তিনি। বললেন, "আমি এক জীবন্ত লাশ।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই কচিকাঁচাদের মাঝে থাকতে ভালোবাসেন।
  • বুধবার ধনধান্য স্টেডিয়ামে খুদেদের ছেলেবেলার গল্প শোনালেন মমতা।
  • বললেন, "আমি এখনও জন্মাইনি, যেদিন মৃত্যু হবে সেদিন আমি জন্মাব।"
Advertisement