shono
Advertisement
SSKM

এসএসকেএমে রোবোটিক সার্জারি, বিনা রক্তপাতে হাঁটু বদল রোগিণীর

কলকাতার বেসরকারি হাসপাতালগুলোতে গত কয়েক বছরে এমন একাধিক অপারেশন হয়েছে।
Published By: Paramita PaulPosted: 08:45 PM Jan 07, 2025Updated: 10:58 PM Jan 07, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রোগী শুয়ে রয়েছেন ওটি টেবিলে। চিকিৎসকদের উপস্থিতিতেই গোটা অস্ত্রোপচার প্রক্রিয়া সম্পন্ন করল রোবট। চিকিৎসকরা কম্পিউটারের মাধ্যমে গোটা প্রক্রিয়া নিরীক্ষণ করলেন। বস্তুত রোবটই যেন হাঁটু বদলের গোটা প্রক্রিয়া সম্পন্ন করল। কলকাতার বেসরকারি হাসপাতালগুলোতে গত কয়েক বছরে এমন একাধিক অপারেশন হয়েছে। রোবট সার্জেনের গুণগানও হয়েছে বিস্তর। কিন্তু সরকারি হাসপাতালে রোবোটিক সার্জারি তাও আবার নিখরচায় প্রায় স্বপ্নসম। এবার শহরের সরকারি হাসপাতালে এমনই একটি অস্ত্রোপচার করলেন চিকিৎসকদের একটি দল।

Advertisement

প্রায় সাড়ে চারঘণ্টা পর অপারেশনের থিয়েটার থেকে বেরিয়ে চিকিৎসক দল জানিয়েছে, অপারেশন সফল। রোগিণী ভালো আছে। কোনও রক্তপাত ছাড়াই 'নি রিপ্লেসমেন্ট' (হাঁটু প্রতিস্থাপন) হয়েছে। রোগিণীকে অজ্ঞানও করতে হয়নি। রীতিমতো সুস্থ তিনি। দিনকয়েক পর তাঁকে ছেড়ে দেওয়া হবে। জানা গিয়েছে, মেদিনীপুরের বছর পঞ্চাশের ললিতাদেবী (নাম-ঠিকানা পরিবর্তিত) হাঁটুর সমস্যায় ভুগছিলেন। এসএসকেএম হাসপাতালের আউটডোরে অস্থি বিশেষজ্ঞ ডা. মুকুল ভট্টাচার্য, ডা. অর্ণব কর্মকার, ডা. অলোকশোভন দত্ত, ডা. অভিজিৎ বসাক, ডা. অরিজিৎ দাসকে দেখানোর পর ঠিক হয় রোগিণীর হাঁটু বদল করা দরকার। কিন্তু, শারীরিক উপসর্গ থাকায় (কো-মর্বিডিটি) কোনওভাবেই প্রথাগত অস্ত্রোপচার সম্ভব ছিল না। তাই শেষপর্যন্ত রোবোটিক সার্জারির মাধ্যমে বিনা রক্তপাতে এবং রোগিণী অজ্ঞান না করেই তাঁর হাঁটু বদল করা হয়। হাঁটু বদল করা হয় এসএসএকেএম হাসপাতালের অ্যানেক্স বিল্ডিং শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে।  

এই সাফল্যের নেপথ্যে রয়েছে একটি তাৎপর্যপূর্ণ ঘটনা। সরকারি হাসপাতালে রোবোটিক সার্জারি শুরুর জন্য বছরদুয়েক আগে থেকেই তৎপরতা শুরু হয়েছিল। সার্জারি, নেফ্রোলজি, কার্ডিওলজি-সহ কয়েকটি বিভাগে অধ্যাপকদের নিয়ে বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়। তিন তিন বার টেন্ডার বাতিলের পর একটি বেসরকারি সংস্থা থেকে সঠিক গুণমান সম্পন্ন রোবট কেনা হয়। শর্ত ছিল, রোবটিক সার্জারি করার সময় টেকনিক্যাল এক্সপার্ট সামনে থাকবেন চিকিৎসকদের সাহায্য করবেন। একটি নির্দিষ্ট সময় পর্যন্ত যন্ত্রের দেখভালের দায়িত্ব সংস্থাকে নিতে হবে। এসএসকেএমের বিশেষজ্ঞদের অভিমত। আগামী দিনে জটিল অপারেশনের ক্ষেত্রে এই প্রযুক্তি ব্যবহার করা হবে। নিখরচায় পরিষেবা পাবেন সাধারণ মানুষ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • রোগী শুয়ে রয়েছে পাশের ঘরে। অথচ অস্ত্রোপচার হচ্ছে প্রায় ১১ ফুট দূরের অন্য একটি ঘরে।
  • যেখানে চিকিৎসক, নার্স বা অ্যানেস্থেসিস্ট কেউ নেই।
  • রোবট সার্জেনের গুণগানও হয়েছে বিস্তর।
Advertisement