গোবিন্দ রায়: রাজ্যে আরও বাড়ল কেন্দ্রীয় বাহিনীর মেয়াদ। আগামী ২১ জুন পর্যন্ত বাংলায় থাকবে বাহিনী। এর আগে কমিশনের তরফে জানানো হয়েছিল, ১৯ জুন পর্যন্ত রাজ্যে থাকবে বাহিনী। তবে স্কুলে রাখা যাবে না কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের, অন্তর্বর্তী নির্দেশে জানাল কলকাতা হাই কোর্টের বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ।
বুধবার কলকাতা হাই কোর্টের বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চে ভোট পরবর্তী হিংসা মামলার শুনানি ছিল। ভোট পরবর্তী সন্ত্রাস মামলায় রাজ্যকে রিপোর্ট পেশের নির্দেশ দেন বিচারপতি। কোথায় কোথায় ভোট পরবর্তী হিংসার ঘটনা ঘটেছে আর সেই অভিযোগের ভিত্তিতে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা ওই রিপোর্টে জানাতে হবে পুলিশকে। আগামী ১৪ জুনের মধ্যে রিপোর্ট পেশের নির্দেশ দেওয়া হয়েছে। ১৮ জুন মামলার পরবর্তী শুনানি।
[আরও পড়ুন: কৃষকদের জন্য ৩ হাজার কোটি দিচ্ছে রাজ্য! ভোট মিটতেই বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর]
এছাড়া রাজ্যে ২১ জুন পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী থাকবে বলেও অন্তর্বর্তী নির্দেশে জানায় বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ। তবে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে স্কুলে রাখা যাবে না। বিচারপতির বক্তব্য, স্কুল বন্ধ রাখা সম্ভব নয়। কেন্দ্রীয় বাহিনীকে রাখার জন্য বিকল্প জায়গার সন্ধান করতে হবে। বলে রাখা ভালো, এবার কলকাতা-সহ গোটা রাজ্যেই রেকর্ড গরম পড়ে। কার্যত নাভিশ্বাস ওঠে রাজ্যবাসীর। অসুস্থ হয়ে পড়েন অনেকেই।
সে কারণে নির্ধারিত সময়ের বেশ কিছুটা আগেই এবার রাজ্যের সরকারি স্কুলগুলিতে গ্রীষ্মের ছুটি পড়ে যায়। প্রায় মাসদেড়েক পর গত সোমবার থেকে রাজ্যে খোলে স্কুল। কিন্তু এখনও বহু স্কুলেই রয়েছে কেন্দ্রীয় বাহিনী। তার ফলে ওই স্কুলগুলিতে পঠনপাঠন শুরু করা সম্ভব হয়নি। তা দেখে নড়েচড়ে বসে নবান্ন। স্কুলে কেন্দ্রীয় বাহিনী রাখা যাবে না, বলেই জানান হয়। সেই নির্দেশিকার পরই হাই কোর্টের তরফেও একই কথা জানানো হয়েছে।