গোবিন্দ রায়: পুর নিয়োগ দুর্নীতি মামলায় আরও কড়া কলকাতা হাই কোর্ট (Calcutta HC)। এবার থেকে আদালতের নজরদারিতে হবে তদন্ত। মঙ্গলবার বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দেন, প্রাথমিকের শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে গঠিত SIT-ই তদন্ত করবে পুরসভায় নিয়োগ দুর্নীতির। পুর-নিয়োগ দুর্নীতির তদন্তকারী আধিকারিক (IO) সুনীল সিং রাওয়াতকে সিটে অন্তর্ভুক্ত করল উচ্চ আদালত।
এই মামলায় আগেও ইডির তদন্ত নিয়ে প্রশ্ন তুলেছিল আদালত। শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্ত করতে গিয়ে পুরসভায় নিয়োগও বেআইনি পথে হয়েছে বলে তথ্য-প্রমাণ পান তদন্তকারীরা। এরপরই তদন্তের স্বার্থে পৃথক মামলা করা হয়। রাজ্য তার বিরোধিতা করলেও শীর্ষ আদালতের নির্দেশ তদন্ত চালিয়ে যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। গ্রেপ্তারও করা হয় বেশ কয়েকজনকে। ধৃতরা প্রত্যেকেই কোনও না কোনও ভাবে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার সঙ্গে যুক্ত। তবে সেই তদন্তের অগ্রগতি নিয়ে ইডির ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেছিলেন হাই কোর্টের বিচারপতিরা।
[আরও পড়ুন: নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেকের বিরুদ্ধে তদন্ত কতদূর? ইডির কাছে রিপোর্ট তলব হাই কোর্টের]
এবার সেই একই যুক্তিতে আদালতের নজরদারিতে পুর নিয়োগ দুর্নীতির তদন্তের নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা। ইডিকে তদন্তে সাহায্য করবে প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় তদন্তের জন্য গঠিত সিট। তদন্তকারী আধিকারিক সুনীল সিং রাওয়াতকে এই সিটের অন্তর্ভুক্ত করা হয়েছে, যাতে তদন্তে আরও অগ্রগতি আসে। ফলে এবার পুর নিয়োগ দুর্নীতির তদন্ত খানিকটা গতি পাবে বলে মনে করা হচ্ছে।