shono
Advertisement

বেআইনিভাবে সমবায়ের চেয়ারম্যান! অভিযুক্তর বিরুদ্ধে FIR-এর নির্দেশ হাই কোর্টের

তিনমাসের মধ্যে অভিযুক্তর নামে চার্জশিট দিতে হবে।
Posted: 04:27 PM Dec 06, 2022Updated: 10:39 PM Dec 06, 2022

গোবিন্দ রায়: সমবায় দুর্নীতির দায়ে অভিযুক্তর বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। সমবায় উন্নয়ন সমিতিতে বেআইনিভাবে চেয়ারম্যান পদ পাওয়ার অভিযোগ রয়েছে এক তৃণমূল নেতার বিরুদ্ধে। সেই অভিযোগেই এবার FIR করার নির্দেশ দিলেন বিচারপতি রাজশেখর মান্থা। তিনমাসের মধ্যে অভিযুক্তর নামে চার্জশিট দিতে হবে।

Advertisement

কাঁথি দুবলাবাড়ি টেঙড়ামারি সমবায় কৃষি উন্নয়ন সমিতির চেয়ারম্যান ছিলেন এক তৃণমূল নেতা। ওই সমবায় কৃষি উন্নয়ন সমিতির সদস্য কৃত্তিবাস মাইতির নাম মুছে সেই জায়গায় ওই তৃণমূল নেতার নাম দেওয়া হয় বলে অভিযোগ। এই নিয়ে মামলা করেন শেখ মুক্তার আলি।

[আরও পড়ুন: ‘ভয় পেয়ে মাথা নত করব ভাবাটা BJP’র মূর্খামি’, সাকেতের গ্রেপ্তারিতে গর্জে উঠলেন অভিষেক]

মামলাকারীর বক্তব্য, সমবায় আইনে বলা হয়েছে যেখানে সমবায় সেই গ্রাম-সহ পাশের চার গ্রামের বাসিন্দা না হলে সমবায়ের সদস্য হয় না। চাষি ছাড়া সদস্যও হতে পারে না। তারপরেও সমবায়ের সদস্য হয়েছিলেন ওই নেতা। এই মামলায় এর আগেও এফআইআর হয়েছে। কিন্তু সেখানে নাম ছিল না মূল অভিযুক্তর। 

[আরও পড়ুন: বকেয়া নিয়ে দিল্লিতে দরবার বাংলার বিধায়কদের, আলোচনা করতে শুভেন্দুকে ফোন শোভনদেবের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement