shono
Advertisement

Breaking News

শর্তসাপেক্ষে বিজেপিকে রথযাত্রার অনুমতি দিল হাই কোর্ট

কী কী শর্তে হবে রথযাত্রা? The post শর্তসাপেক্ষে বিজেপিকে রথযাত্রার অনুমতি দিল হাই কোর্ট appeared first on Sangbad Pratidin.
Posted: 02:56 PM Dec 20, 2018Updated: 03:05 PM Dec 20, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীর্ঘ আইনি টানাপোড়েনের অবসান৷ শর্তসাপেক্ষে বিজেপিকে রথযাত্রার অনুমতি দিল কলকাতা হাই কোর্ট৷ বিচারপতি তপোব্রত চক্রবর্তীর সিঙ্গল বেঞ্চ জানিয়েছে, এক জেলা থেকে অন্য জেলায় রথ পৌঁছানোর ১২ ঘণ্টা আগে প্রশাসনকে জানাতে হবে৷ সাধারণ মানুষের যাতে কোনও অসুবিধা না হয়, সেদিকেও খেয়াল রাথতে হবে৷ রথযাত্রাকে কেন্দ্র করে যদি কোথাও কোনও অশান্তি হয়, তাহলে বিজেপিও সমানভাবে দায়ি থাকবে৷ রাজ্য প্রশাসনকেও পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট৷

Advertisement

[ পাঁচ রাজ্যের ফলে ধাক্কা খেয়েছে বিজেপি, স্বীকার করলেন দিলীপ]

লোকসভা ভোটের আগে এ রাজ্যের রথযাত্রা কর্মসূচি নিয়েছে বঙ্গ বিজেপি৷ কর্মসূচির নির্ঘন্ট চুড়ান্ত করে ফেলেছিলেন গেরুয়া শিবিরের রাজ্য নেতারা৷ সিদ্ধান্ত হয়েছিল, কোচবিহারে রথযাত্রা কর্মসূচির সূচনা করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ৷ কিন্তু, প্রশাসনের অনুমতি না পেয়ে শেষপর্যন্ত হাই কোর্টে মামলা করে বিজেপি৷ ঘটনাচক্রে, যেদিন রথযাত্রা শুরু হওয়ার কথা ছিল, ঠিক তার আগের দিন বিজেপির কর্মসূচিতে স্থগিতাদেশ জারি করে হাই কোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তীর সিঙ্গল বেঞ্চ৷ মামলা গড়ায় ডিভিশন বেঞ্চে৷ স্থগিতাদেশ বহাল রেখে প্রশাসনকে বিজেপির প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসার নির্দেশ দেয় বিচারপতি বিশ্বনাথ সমাদ্দারের ডিভিশন বেঞ্চ৷ কিন্তু সেই বৈঠকেও সমাধানসূত্র মেলেনি৷ ফের কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন বঙ্গ বিজেপির নেতারা৷ মামলার শুনানি হয় বিচারপতি তপোব্রত চক্রবর্তীর এজলাসে৷ সরকারের কাছে যেমন প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বিজেপি প্রতিনিধিদের বৈঠকের ভিডিও ফুটেজ চেয়েছিল আদালত, তেমনি বিজেপিকেও রথযাত্রা সংক্রান্ত পদক্ষেপের নথি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল৷ বৃহস্পতিবার রথযাত্রা মামলার রায় ঘোষণা করল কলকাতা হাই কোর্ট৷

[অ্যাপ ক্যাবে ওঠা নিয়ে গন্ডগোল, পার্ক স্ট্রিটে মহিলাকে চড় কর্তব্যরত এসআইয়ের]

The post শর্তসাপেক্ষে বিজেপিকে রথযাত্রার অনুমতি দিল হাই কোর্ট appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement