shono
Advertisement

মেট্রোর জন্য ময়দান চত্বরে কাটা যাবে না গাছ, অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল হাই কোর্ট

ফলে থমকে গেল RVNL-এর কাজ।
Posted: 07:00 PM Oct 26, 2023Updated: 07:29 PM Oct 26, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মেট্রোর জন্য ময়দান চত্বরে কাটা যাবে না গাছ। আগামী ১৩ নভেম্বর পর্যন্ত অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল কলকাতা হাই কোর্ট। ফলে থমকে গেল RVNL-এর কাজ।

Advertisement

তারাতলা থেকে ধর্মতলা পর্যন্ত মেট্রো রুটে কাজ চলছে। ভিক্টোরিয়ার মতো জায়গায় মাটির নিচে হবে মেট্রো স্টেশন। কোন কোন জায়গায় স্টেশন তৈরি হবে, সে সব জায়গা চিহ্নিতকরণের কাজ শেষ করে ফেলেছে রেল বিকাশ নিগম লিমিটেড বা RVNL। কিন্তু মেট্রো সম্প্রসারণের কাজের জন্য ময়দান চত্বরে বেশ কয়েকটি গাছ কাটা দরকার। সংখ্যাটা প্রায় ৭০০। তাতেই আপত্তি এক স্বেচ্ছাসেবী সংগঠনের। তারাই হাই কোর্টের দ্বারস্থ হয়।

[আরও পড়ুন: লোকসভার আগে ফের শক্তিবৃদ্ধি, অভিষেকের হাত ধরে তৃণমূলে আরও ১ বিজেপি বিধায়ক]

বিচারপতি মৌসুমী ভট্টাচার্য ও বিচারপতি বিভাসরঞ্জন দের ডিভিশন বেঞ্চে মামলার শুনানি হয়। সেখানেই মামলাকারীরা অভিযোগ করেন, কলকাতা মেট্রো রেলের কাছে ময়দান চত্বরে গাছ কাটার অনুমতি নেই। প্রায় ৭০০ গাছ কাটার কথা শুনে উদ্বেগ প্রকাশ করেন বিচারপতি। আদালতের পর্যবেক্ষণ, ময়দান শুধু কলকাতার ফুসফুস নয়। ১৯৫০ সালের পর থেকে কলকাতার তাপমাত্রাও উত্তরোত্তর বাড়ছে। তাই গাছ কাটা উচিত নয়। আর তার পরই আগামী ১৩ নভেম্বর পর্যন্ত ময়দানের গাছ কাটার ক্ষেত্রে অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল কলকাতা হাই কোর্ট।

[আরও পড়ুন: ‘তল্লাশির নামে রান্নাঘর তছনছ, জামাকাপড়ের ছবি তুলেছে’, ফিরহাদের বাড়িতে ইডি হামা নিয়ে ক্ষুব্ধ মমতা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement