স্টাফ রিপোর্টার: রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে সৌদি আরবে বসে মনোনয়ন জমা দেওয়ার অভিযোগ উঠেছিল হাই কোর্টে। মামলায় সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অমৃতা সিনহা। এবার নিম্ন আদালতে চলা ওই মামলার বিচারপ্রক্রিয়ার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল আদালত। পাশাপাশি, অভিযুক্ত তৃণমূল প্রার্থী মইনুদ্দিন গাজি আদৌও ওবিসি কিনা তা নিয়েও জেলাশাসক (ডিএম), মহকুমাশাসক (এসডিও) কে এনিয়ে আদালতে রিপোর্ট পেশের নির্দেশ দিয়েছেন বিচারপতি সিনহা। ১২ মার্চ পরবর্তী শুনানি।
গত পঞ্চায়েত ভোটে উত্তর ২৪ পরগনার মিনাখাঁর কুমারজোল গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রার্থী মইনুদ্দিন গাজির বিরুদ্ধে সৌদিতে বসে মনোনয়ন জমা দেওয়ার অভিযোগ উঠেছিল। অভিযোগ, গত ৪ জুন সৌদি আরবে যান। কিন্তু তার অবর্তমানে কিভাবে মনোনয়ন জমা পড়ল এই প্রশ্ন তুলে মামলা হয় হাই কোর্টে। এদিন সেই মামলার শুনানিতে মামলাকারীর আইনজীবীর দাবি, “মক্কায় বসে মনোনয়ন জমা দেওয়া ওই প্রার্থীর ক্লাস ৮ পাশের সার্টিফিকেট জাল। পাশাপাশি, প্রশ্ন তুলে আইনজীবীর দাবি, ৯ জুন ওবিসি সার্টিফিকেট এর আবেদন করে ১০ জুন কীভাবে ওই সার্টিফিকেট হাতে পেলেন তৃণমূল প্রার্থী? সেটাও জালিয়াতি হয়েছে কিনা খতিয়ে দেখা হোক। যেখানে তিনি দেশে উপস্থিত ছিলেন না।
[আরও পড়ুন: লাগাতার কেন্দ্রীয় বঞ্চনা, মমতার পথে হেঁটেই দিল্লিতে ধরনা দক্ষিণের তিন রাজ্যের]
এদিকে, রাজ্যের তরফে জানানো হয় আদালতের নির্দেশে ওই ঘটনার তদন্ত চালাচ্ছিল রাজ্যের তদন্তকারী সংস্থা সিআইডি। সেই মতো চার্জশিটও দাখিল হয়ে গিয়েছে। নিম্ন আদালতে বিচারপ্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। তার প্রেক্ষিতে আদালত জানিয়েছে, হাই কোর্টের মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আপাতত নিম্ন আদালতের বিচারপ্রক্রিয়ায় স্থগিতাদেশ জারি থাকবে।