shono
Advertisement

হাই কোর্টে স্বস্তি রাজীব কুমারের, আগাম জামিন পেলেন গোয়েন্দা প্রধান

আপাতত রাজীব কুমারকে গ্রেপ্তার করতে পারবে না সিবিআই৷ The post হাই কোর্টে স্বস্তি রাজীব কুমারের, আগাম জামিন পেলেন গোয়েন্দা প্রধান appeared first on Sangbad Pratidin.
Posted: 11:43 AM Oct 01, 2019Updated: 12:33 PM Oct 01, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সারদাকাণ্ডে হাই কোর্টে আগাম জামিন পেলেন কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমার৷ মঙ্গলবার তাঁর আগাম জামিন মঞ্জুর করল হাই কোর্টের বিচারপতি সইদুল্লাহ মুন্সির ডিভিশন বেঞ্চ৷ ৫০ হাজার টাকার বন্ডে জামিন পেলেন এই আইপিএস অফিসার৷   

Advertisement

[ আরও পড়ুন: টালার পর চিৎপুর, চেতলা ব্রিজ নিয়েও আশঙ্কা প্রকাশ বিশেষজ্ঞদের ]

মঙ্গলবার এই আগাম জামিন মঞ্জুর করার ক্ষেত্রে আদালতের তরফে জানাল হয়েছে, হেফাজতে নিয়ে গোয়েন্দা প্রধানকে জেরা করার প্রয়োজন নেই৷ এমনকী  বেশ কয়েকটি শর্তও দিয়েছেন বিচারপতি৷ তিনি জানান, সিবিআইয়ের তলবে হাজিরা দিতে হবে রাজীব কুমারকে৷ সেক্ষেত্রে তলবের ৪৮ ঘণ্টা আগে নোটিস দিতে হবে সিবিআইকে৷ দেশ ছেড়ে কোথাও যেতে পারবেন না কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার৷ এই রায়ের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে আপিল করতে পারবে সিবিআই৷ মঙ্গলবার হাই কোর্টের এই রায়ে আপাতত স্বস্তি পেলেন রাজীব কুমার৷ কারণ, এখনই তাঁকে গ্রেপ্তার করতে পারবে না সিবিআই৷  

[ আরও পড়ুন: পরিবহণ দপ্তরের চুক্তিভিত্তিক চালক-কন্ডাক্টরদের বেতনবৃদ্ধি, পুজোর উপহার ‘জলসাথী’দেরও ]

অন্যদিকে সিবিআই সূত্রে খবর, এই রায়ের বিরোধিতা করে শীর্ষ আদালতে যাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ জানা গিয়েছে, প্রথমে এদিনের রায়ের কপি দিল্লিতে পাঠান হবে৷ লিগাল সেলের সঙ্গে কথা বলে সুপ্রিম কোর্টে মামলা করবে তদন্তকারী সংস্থা৷ আদালত সূত্রে খবর, এদিন রাজীবের আগাম জামিনের বিরোধিতা করে তাঁকে হেফাজতে নেওয়ার একাধিক কারণ দর্শান সিবিআইয়ের আইনজীবী৷ তিনি জানান, শিলংয়ে জেরার সময় একাধিক প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়েছেন এই দুঁদে আইপিএস অফিসার৷ গ্রেপ্তার হবেন না জেনে, সিবিআইয়ের সঙ্গে সহযোগিতা করেননি তিনি৷ এরপর একাধিকবার তলব করা হলেও হাজিরা দেননি৷ এছাড়া, সারদাকাণ্ডের তদন্তে গঠিত রাজ্য সরকারের সিটের সঙ্গে যুক্ত থাকা অনেক অফিসারকে জিজ্ঞাসাবাদ করেও রাজীব কুমার সম্পর্কে অনেক তথ্য পেয়েছে সিবিআই৷ সূত্রের খবর, দু’পক্ষের জওয়াল-জবাব শোনার পর বিচারপতি মঙ্গলবার এই রায় দেন৷ যাতে বড় ধাক্কা খেল সিবিআই৷ এবং আপাতত গ্রেপ্তারি থেকে স্বস্তি পেলেন রাজীব কুমার৷ 

The post হাই কোর্টে স্বস্তি রাজীব কুমারের, আগাম জামিন পেলেন গোয়েন্দা প্রধান appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার