shono
Advertisement

‘নতুন স্কুলে যোগ না দিলে তা সার্ভিস ব্রেক’, শিক্ষক বদলি ইস্যুতে কড়া কলকাতা হাই কোর্ট

শিক্ষক বদলি সংক্রান্ত একাধিক মামলায় বিরক্ত প্রকাশ করে হাই কোর্ট।
Posted: 07:48 PM May 08, 2023Updated: 07:48 PM May 08, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যের স্কুলগুলির শিক্ষকদের নতুন বদলি নীতিতে আরও কড়া পদক্ষেপের নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। বদলির নির্দেশ পাওয়া শিক্ষকদের উদ্দেশে বিচারপতি বিশ্বজিৎ বসু সাফ জানিয়ে দিলেন,”বদলি নীতি মেনে কাজে যোগ দিন শিক্ষকরা। বদলির পর নতুন স্কুলে যোগ না দিলে তা সার্ভিস ব্রেক হিসেবে গণ্য হবে। এবং চাকরি জীবনে ছেদ পড়ে যাবে বলেও আদালতের পর্যবেক্ষণে জানালেন বিচারপতি বসু।

Advertisement

একইসঙ্গে, শিক্ষকদের নয়া বদলি নীতি রূপায়নে আরও গতি আনতে রাজ্য শিক্ষাদপ্তরকে নির্দেশ দিলেন বিচারপতি। শিক্ষা দপ্তরের উদ্দেশে বিচারপতি বলেন, বদলি নীতিতে নিমরাজি শিক্ষকদের মামলার সংখ্যা হাই কোর্টে ক্রমাগত বাড়ছে। এই নিয়ে তিনি রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের পরামর্শ চান। এনিয়ে রাজ্যের কাছে শিক্ষক ও পড়ুয়ার অনুপাতও জানতে চেয়েছে আদালত। আগামী বুধবার বদলি মামলার পরবর্তী শুনানি হবে।

[আরও পড়ুন: ‘আইনি পথে হাঁটব’, বাংলায় ‘দ্য কেরালা স্টোরি’ নিষিদ্ধ ঘোষণা হওয়ার পর মুখ খুললেন পরিচালক]

প্রসঙ্গত, এর আগে শিক্ষক বদলি সংক্রান্ত একাধিক মামলায় বিরক্ত প্রকাশ করে হাই কোর্ট। শিক্ষক বদলির ক্ষেত্রে ‘প্রশাসনিক বদল’-এ রাজ্যের যে গাইডলাইন রয়েছে, তাতেই মান্যতা দিয়ে বিচারপতি বিশ্বজিৎ বসুর পরামর্শ ছিল, “যত শিক্ষক বদলির মামলা আছে, তাতে এবার থেকে এই আইন প্রয়োগ করবেন। কলকাতার শূন্য ছাত্রের স্কুলের শিক্ষককে হাওড়ায় যেতেই হবে। কোনও শিক্ষক যদি নির্দেশ না মানেন তাহলে তার বিরুদ্ধে পদক্ষেপ নেবে শিক্ষা দপ্তর।” এবার তাতেই সিলমোহর দিয়ে আরও কড়া হতে বলল হাই কোর্ট।

[আরও পড়ুন: সাহিত্য জগতে নক্ষত্রপতন, প্রয়াত সাহিত্যিক সমরেশ মজুমদার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement