shono
Advertisement

Breaking News

‘নির্বাচনে জিততে আরএসএসর মতো প্রচার করুন’, কর্মীদের বার্তা শরদ পাওয়ারের

কেন এমন বললেন বর্ষিয়ান এই এনসিপি নেতা? The post ‘নির্বাচনে জিততে আরএসএসর মতো প্রচার করুন’, কর্মীদের বার্তা শরদ পাওয়ারের appeared first on Sangbad Pratidin.
Posted: 01:02 PM Jun 07, 2019Updated: 01:02 PM Jun 07, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘‘নির্বাচনে জিততে হলে আরএসএসের মতো প্রচার করুন৷’’ না, বিজেপির কোনও নেতা একথা বলেননি৷ বরং এই বক্তব্য পেশ করেছেন কংগ্রেসের শরিক এনসিপি দলের সুপ্রিমো শরদ পাওয়ার৷ অবাক লাগলেও, এটাই সত্যি!

Advertisement

[ আরও পড়ুন: সন্ত্রাস ও আলোচনা একসঙ্গে চলতে পারে না, পাকিস্তানকে সাফ বার্তা ভারতের]

সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে ভরাডুবির পর বৃহস্পতিবার দলীয় কর্মীদের উদ্দেশে বক্তব্য পেশ করেন শরদ পাওয়ার৷ সেখানে বিরোধীদের মুখ থুবড়ে পড়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে এই বর্ষিয়ান রাজনীতিবিদ কার্যত স্বীকার করে নেন যে, বিরোধীরা জনবিচ্ছিন্ন হয়ে পড়েছেন৷ দলের নেতা-কর্মীদের তিনি বলেন, বিজেপির মতাদর্শগত সংগঠন আরএসএসের থেকে জনসংযোগ শিখতে৷ কর্মীদের এনসিপি প্রধান বলেন, ‘‘মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে আজ থেকেই দলের কর্মীদের ভোটারদের বাড়ি বাড়ি যাওয়া উচিত৷ আরএসএসের সদস্যদের দেখে আপনাদের শেখা উচিত৷ যদি তাঁরা পাঁচটা বাড়িতে যায় এবং তারমধ্যে একটা বাড়ি যদি বন্ধ থাকে, তবে আরএসএসের সদস্যরা বারবার সেই বাড়িতে যান৷ যতক্ষণ না তাঁরা নিজেদের কথা সেই বাড়ির সদস্যদের জানাতে পারছেন, ততক্ষণ আরএসএসের সদস্যরা ওই বাড়িটিতে যান৷ সংঘের সদস্যরা ভাল করে জানেন কীভাবে মানুষের সঙ্গে সংযোগ রক্ষা করতে হয়৷’’ কংগ্রেসের মতাদর্শে বিশ্বাসী এই প্রবীণ রাজনীতিকের মুখে একথা শুনে স্বভাবতই অবাক হয়েছেন অনেকেই৷ তবে নিজের মুখে বিরোধীদের জনবিচ্ছিন্ন হওয়ার কথা স্বীকার করে, যে সৎসাহস দেখিয়েছেন শরদ পাওয়ার, তার প্রশংসা করেছে রাজনৈতিক মহলের একাংশ৷

[ আরও পড়ুন: ইজরায়েলের কাছ থেকে আরও ১০০টি ‘বালাকোট বম্ব’ কিনছে ভারতীয় বায়ুসেনা ]

প্রসঙ্গত, ৪৮ লোকসভা আসন বিশিষ্ট মহারাষ্ট্রে কংগ্রেসের সঙ্গে জোট করে ১৯টিতে লড়াই করেছে শরদ পাওয়ারের দল এনসিপি৷ যার মধ্যে মাত্র চারটিতে জয় পেয়েছেন তাঁরা৷ অন্যদিকে কংগ্রেস জিতেছে মাত্র একটি আসন৷ ৪৮ আসনের মহারাষ্ট্রে কার্যত গেরুয়া ঝড় উঠেছে৷ ৪১টি আসন পেয়েছে বিজেপি-শিবসেনা জোট৷ যার মধ্যে একক ভাবে ২৩টি আসন পেয়েছে বিজেপি এবং শিবসেনার ঝুলিতে গিয়েছে ১৮টি আসন৷ চলতি বছরই মহারাষ্ট্রে অনুষ্ঠিত হতে চলেছে বিধানসভা নির্বাচন৷ তার আগে নিজের দলের ভিত মজবুত করতে এবং দলের কর্মীদের উজ্জীবিত করতেই এনসিপি প্রধানের এই বক্তব্য বলে মনে করছে ওয়াকিবহাল মহল৷

The post ‘নির্বাচনে জিততে আরএসএসর মতো প্রচার করুন’, কর্মীদের বার্তা শরদ পাওয়ারের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement