সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লাল মোজা, লাল প্যান্ট। গায়ে ম্যাচিং সোয়েটার। মাথায় সেই পাতার টুপি, যা ছোটবেলার কথা মনে করিয়ে দেয়। আদুরে এই ছবি শেয়ার করেছেন টলিউডের হ্যান্ডসাম হাঙ্ক।
‘তখনও সরল ছিলাম। আজও সরল’, এই ক্যাপশন দিয়েই ছবিটি পোস্ট করেছেন নায়ক। চিনতে পারছেন? নাহ, কৌতূহলী চোখের এ ছবি দেখে তাঁকে চেনা ‘মুশকিলই নয় নামমুমকিন।’ তাহলে কিছুটা হিন্ট দেওয়া যাক।
[আরও পড়ুন: দেশের নাম বদলের প্রস্তাবে সায়! অমিতাভের ‘ভারতমাতা কি জয়’ স্লোগান ঘিরে জল্পনা তুঙ্গে]
এ ছবি সেই মানুষের যিনি টলিউডে এসেই ‘কেল্লাফতে’ করেছিলেন। এমন একজনের যিনি একদিকে যেমন ‘ইডিয়ট’ সাজতে পারেন, অন্যদিকে হয়ে উঠতে পারেন ‘ম্যাজিক’ম্যান। বাংলা ছবি যাঁরা নিয়মিত দেখেন, তাঁরা নিশ্চয়ই বুঝে গিয়েছেন। হ্যাঁ, এ ছবি অঙ্কুশ হাজারার ‘সরল’ ছোটবেলার।
যা দেখে কেউ লিখেছেন, “ছোট্ট হরিপদ ব্যান্ডওয়ালা”, কেউ আবার লিখেছেন, “আহা কি সরল কি সরল। সেতো বোঝাই যায়!” অনেকেই অঙ্কুশের এই ছোটবেলার ছবিতে ভালবাসার ইমোজি দিয়েছেন। অনেকে আবার বেশ অবাক হয়েছেন। অবাক তো হওয়ারই কথা। ছোটবেলা তো এমনই হয়। কত না কৌতূহল থাকে সে সময়। তা ছোট্ট অঙ্কুশের চোখেও যেন ফুটে উঠেছে ছোটবেলার সারল্যে।