shono
Advertisement
RG Kar Hospital

ক্যানসার নির্ণায়ক মেশিন বিভ্রাট, যন্ত্রের যন্ত্রণায় ভুগছে আর জি কর

রীতিমতো দুর্ভোগ পোহাতে হচ্ছে হাসপাতালে চিকিৎসা করাতে আসা কয়েকশো রোগীকে।
Published By: Amit Kumar DasPosted: 11:08 PM Feb 15, 2025Updated: 11:08 PM Feb 15, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিপদ যেন কাটছেই না আর জি করের। অভয়ার উপর নৃশংস ঘটনার পর একের পর এক সমস্যায় কার্যত জেরবার উত্তর কলকাতা অন্যতম প্রধান এই হাসপাতাল। এবার বিগড়ে গেল হাসপাতালের ক্যান্সার রোগ নির্ণয়ের মার্কার। যার জেরে গত কয়েকদিন ধরে রীতিমতো দুর্ভোগ পোহাতে হচ্ছে হাসপাতালে চিকিৎসা করাতে আসা কয়েকশো রোগীকে।

Advertisement

আর জি কর হাসপাতালে সূত্রের খবর, শহরের অন্যতম প্রধান এই হাসপাতালের বায়োকেমিস্ট্রি বিভাগে ভোগান্তি চরম আকার নিয়েছে। গত জানুয়ারির শেষ সপ্তাহ থেকে এই বিভাগের সমস্ত রকমের ক্যান্সার নির্ণায়ক পরীক্ষা, ভিটামিন-সহ হরমোন পরীক্ষা বন্ধ হয়ে পড়ে আছে। জানা যাচ্ছে, ক্যানসার চিকিৎসার ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ এই মেশিন বিকল হয়ে পড়ে রয়েছে। এদিকে সংশ্লিষ্ট সংস্থার দাবি, এখনই মেরামত করা যাবে না মেশিন। এদিকে হাসপাতালে পরীক্ষা বন্ধ হওয়ার কারণে প্রচুর টাকা খরচ করে বাইরে গুরুত্বপূর্ণ এইসব পরীক্ষা করাতে বাধ্য হচ্ছেন রোগীরা।

এই ঘটনায় সংশ্লিষ্ট বিভাগের প্রধানরা লাগাতার লিখিত অভিযোগ জমা দিচ্ছেন হাসপাতালের শীর্ষ কর্তাদের কাছে। যদিও তাতে এখনও পর্যন্ত সমস্যার কোনও সুরাহা হয়নি বলেই জানা যাচ্ছে। যন্ত্র যে খারাপ হতে পারে সে আশঙ্কা করে গত সেপ্টেম্বর থেকেই হাসপাতালের শীর্ষ কর্তাদের জানিয়ে আসছিলেন চিকিৎসকরা। তবে কর্তৃপক্ষের তরফে এই বিষয়ে কোনও উদ্যোগ নেওয়া হয়নি বলেই অভিযোগ উঠছে।

উল্লেখ্য, কলকাতা তো বটেই প্রত্যন্ত জেলা থেকে প্রতিদিন হাজার হাজার রোগী চিকিৎসা করাতে আসেন আর জি কর হাসপাতালে। সেখানে এমন গুরুতর সমস্যায় স্বাভাবিকভাবেই চরম ভোগান্তিতে রোগী ও তাঁদের পরিজনরা। বেসরকারি জায়গায় এই সব পরীক্ষায় বিপুল অর্থ ব্যয় হয়। চিকিৎসা করাতে আশা রোগীদের বেশিরভাগেরই সামর্থ্য নেই বাইরে থেকে এই গুরুত্বপূর্ণ পরীক্ষা করানোর। এদিকে হাসপাতালের যন্ত্র বিকল হওয়ায় সময়ে রোগ চিহ্নিত হচ্ছে না। ফলে ক্যানসারের মতো বিপজ্জনক রোগের চিকিৎসা করাতে দেরি হচ্ছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বিগড়ে গেল আর জি কর হাসপাতালের ক্যান্সার রোগ নির্ণয়ের মার্কার।
  • গত জানুয়ারির শেষ সপ্তাহ থেকে এই বিভাগের সমস্ত রকমের ক্যান্সার নির্ণায়ক পরীক্ষা, ভিটামিন-সহ হরমোন পরীক্ষা বন্ধ হয়ে পড়ে আছে।
  • যার জেরে গত কয়েকদিন ধরে রীতিমতো দুর্ভোগ পোহাতে হচ্ছে হাসপাতালে চিকিৎসা করাতে আসা কয়েকশো রোগীকে।
Advertisement