shono
Advertisement
Bratya Basu

'মমতার প্রতি আস্থার দৃষ্টান্ত', এসএসসি নিয়ে সুপ্রিম রায়ে খুশি ব্রাত্য

সুপ্রিম কোর্টে স্বস্তি চাকরিহারা ‘যোগ্য’ শিক্ষকদের।
Published By: Kousik SinhaPosted: 03:12 PM Dec 18, 2025Updated: 05:19 PM Dec 18, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  সুপ্রিম কোর্টে স্বস্তি চাকরিহারা ‘যোগ্য’ শিক্ষকদের। ৩১ ডিসেম্বর নয়, আগামী ৩১ অগস্ট পর্যন্ত নিয়োগ প্রক্রিয়ার সময়সীমা বৃদ্ধি করল সুপ্রিম কোর্ট। শুধু তাই নয়, ৩১ অগস্ট পর্যন্ত বেতনও পাবেন যোগ্য শিক্ষকরা। যা নিঃসন্দেহে বড় স্বস্তি রাজ্যের কাছে। খুশি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও। এরপরেই সমাজমাধ্যমে শিক্ষামন্ত্রী লেখেন, 'সর্বোচ্চ আদালত নিয়োগ প্রক্রিয়া ৩১ অগস্টের মধ্যে শেষ করতে নির্দেশ দিয়েছেন যা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঠিক দিক নির্দেশের প্রতি আস্থার উজ্জ্বল দৃষ্টান্ত।'

Advertisement

সুপ্রিম কোর্ট এর আগে নির্দেশে জানিয়েছিল, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যেই 'যোগ্য'রা স্কুলে শিক্ষাকতা করতে পারবে। এই সময়সীমার মধ্যেই নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণির নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে বলেও নির্দেশে জানায় সুপ্রিম কোর্ট। সেই সময়সীমা শেষ হতে আর কয়েকদিনই বাকি ছিল! ক্রমশ চিন্তা বাড়ছিল 'যোগ্য'দের। যদিও এর মধ্যেই সময় বাড়ানোর আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানায় রাজ্য। একইসঙ্গে স্কুল সার্ভিস কমিশন এবং মধ্যশিক্ষা পর্ষদের তরফেও এই সংক্রান্ত আবেদন জানানো হয়। এহেন আবেদনের পরিপ্রেক্ষিতেই 'যোগ্য' এবং চাকরিহারাদের স্বস্তি দিয়ে বড় নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট।

 

এরপরেই সমাজমাধ্যমে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু লেখেন, 'নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগ মামলায় গুরুত্বপূর্ণ রায় দিলেন সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালত নিয়োগ প্রক্রিয়া ৩১ অগস্টের মধ্যে শেষ করতে নির্দেশ দিয়েছেন যা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঠিক দিক নির্দেশের প্রতি আস্থার উজ্জ্বল দৃষ্টান্ত। এই সময়সীমার মধ্যে শিক্ষকরা আগের মতোই কাজ চালিয়ে যেতে পারবেন।' শুধু তাই নয়, ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের স্বচ্ছতা এবং দায়বদ্ধতার সঠিক পথেই এগোচ্ছে। আর তা বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চের এই নির্দেশে পরিষ্কার বলেও সমাজমাধ্যমে উল্লেখ ব্রাত্য বসুর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সুপ্রিম কোর্টে স্বস্তি চাকরিহারা ‘যোগ্য’ শিক্ষকদের।
  • ৩১ ডিসেম্বর নয়, আগামী ৩১ অগস্ট পর্যন্ত নিয়োগ প্রক্রিয়ার সময়সীমা বৃদ্ধি করল সুপ্রিম কোর্ট।
  • সুপ্রিম রায়ে খুশি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
Advertisement