সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১১ মাস পেরিয়ে গেলেও গাজায় জারি রয়েছে হামাস বনাম ইজরায়েল যুদ্ধ। রক্তক্ষয়ী এই সংঘাতে প্রায় প্রতিদিনই গাজায় প্রাণ হারাচ্ছেন নিরীহ মানুষ। এই পরিস্থিতিতে ইজরায়েলে অস্ত্র ও সামরিক সরঞ্জামের রপ্তানি বজায় রেখেছে ভারত। অভিযোগ, দিল্লির রপ্তানি করা সামরিক সরঞ্জাম দিয়ে নিরস্ত্র প্যালেস্তিনীয়দের উপর আক্রমণ শানাচ্ছে ইজরায়েলি ফৌজ। যা নিয়ে সুপ্রিম কোর্টে দায়ের হয় একটি জনস্বার্থ মামলা। কিন্তু সোমবার তা খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত।
জানা গিয়েছে, গত সপ্তাহে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলাটি দায়ের করেন কয়েকজন বিশিষ্ট ব্যক্তি। মামলাটি আজ, প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে ওঠে। কিন্তু মামলা খারিজ করে ইজরায়েলের জন্য চুক্তির ভিত্তিতে বিভিন্ন ভারতীয় সংস্থা সামরিক সরঞ্জাম বানায় উল্লেখ করে তিন বিচারপতির বেঞ্চ জানায়, "গণহত্যা নিয়ে রাষ্ট্রসংঘের যে সনদ রয়েছে তাতে হস্তক্ষেপ করে কি আমরা অস্ত্র রপ্তানি বন্ধের নির্দেশ দিতে পারি? ওই সংস্থাগুলোকে অস্ত্র বা সামরিক সরঞ্জাম রপ্তানি বন্ধের নির্দেশ দিলে তাদের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের মামলা হতে পারে। ভারতের বিদেশনীতিতে এর প্রভাব পড়তে পারে। আর সেই প্রভাব কতটা গুরুতর হবে আমাদের জানা নেই। তাই আমরা দেশের বিদেশনীতিতে হস্তক্ষেপ করতে পারি না।"
[আরও পড়ুন: রামমন্দির উদ্বোধনের দিন বিজেপি দপ্তরে হামলার ছক! বেঙ্গালুরু ক্যাফে বিস্ফোরণে চার্জশিট NIA-র]
উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর ইজরায়েলের বুকে বেনজির হামলা চালায় প্যালেস্টাইনের জঙ্গি সংগঠন হামাস। এই সন্ত্রাসবাদের কড়া নিন্দা করে তেল আভিভের পাশে দাঁড়িয়েছে ভারত। কিন্তু গাজা যুদ্ধে নিরীহ প্যালেস্তিনীয়দের মৃত্যু নিয়েও সরব হয়েছে দিল্লি। যুদ্ধবিরতির আহ্বানও জানানো হয়েছে একাধিকবার। ইতিমধ্যে ইজরায়েলি সেনার রক্তক্ষয়ী অভিযানে গাজায় মৃতের সংখ্যা ৪০ হাজার পেরিয়ে গিয়েছে। যুদ্ধবিরতি নিয়ে প্রতিনিয়ত আলোচনা চালিয়ে যাচ্ছে সৌদি আরব, মিশর, কাতারের মতো দেশ।