shono
Advertisement

গাড়িবোমা বিস্ফোরণে ফের কেঁপে উঠল কাবুল, মৃত কমপক্ষে ৮

এখনও পর্যন্ত কেউ দায় স্বীকার না করলেও এর পিছনে তালিবান জঙ্গিরা রয়েছে বলেই অনুমান প্রশাসনের।
Posted: 02:16 PM Dec 20, 2020Updated: 02:20 PM Dec 20, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আফগানিস্তানের রাজধানী কাবুলে ফের গাড়িবোমা বিস্ফোরণের ফলে মৃত্যু হল কমপক্ষে আট জনের। জখম হয়েছেন আরও ১৫ জন। এখনও পর্যন্ত কোনও জঙ্গিগোষ্ঠী এর দায় স্বীকার না করলেও এর পিছনে তালিবানরা রয়েছে বলেই অনুমান আফগানিস্তান (Afghanistan) -এর প্রশাসনের।

Advertisement

আফগান স্বাস্থ্য মন্ত্রকের তরফে এই বিস্ফোরণের সত্যতার কথা স্বীকার করে জানানো হয়েছে, কাবুল (Kabul) -এর পশ্চিমপ্রান্তে রবিবার সকালে একটি গাড়িবোমা বিস্ফোরণের কথা জানা গিয়েছে। এর ফলে এখনও পর্যন্ত আট জনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন ১৫ জন। তাঁদের হাসপাতালে ভরতি করা হয়েছে।

[আরও পড়ুন: ভারতের সঙ্গে টানাপোড়েনের মধ্যেই নয়া পদক্ষেপ, নেপাল সরকার ভাঙার প্রস্তাব প্রধানমন্ত্রীর]

এপ্রসঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র তারিক আরিয়ান বলেন, ‘রবিবার সকালে জঙ্গিরা কাবুল শহরের পশ্চিম দিকে গাড়ি বোমা বিস্ফোরণ করেছে। এর ফলে দুর্ভাগ্যবশত আমাদের দেশের আট জন নাগরিকের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই ঘটনার ফলে জখম হয়েছেন ১৫ জনেরও বেশি মানুষ। এখনও পর্যন্ত কোনও জঙ্গি সংগঠন এর দায় স্বীকার করেনি। তবে বিস্ফোরণের ধরন দেখে এর পিছনে তালিবান জঙ্গিদের হাত রয়েছে বলেই মনে করা হচ্ছে।’

কাতারের দোহায় যখন আফগান সরকারের প্রতিনিধিদের সঙ্গে তালিবানদের শান্তি আলোচনা চলছে তখনই বারবার রক্তাক্ত হচ্ছে আফগানিস্তানের বিভিন্ন প্রান্ত। গত সপ্তাহেই কর্মস্থলে যাওয়ার পথে গাড়ি বোমা বিস্ফোরণের ফলে মৃত্যু হয় কাবুলের ডেপুটি গর্ভনরের। এই ঘটনার পিছনেও তালিবান জঙ্গিদের হাত ছিল বলে দাবি প্রশাসনের।

গত শুক্রবারও গজনী প্রদেশের গিলান জেলার একটি প্রত্যন্ত এলাকার মসজিদে কোরান পাঠের আসর বসেছিল। সেই উপলক্ষে ওই মসজিদে ভিড় জমিয়েছিল ওই এলাকার প্রচুর শিশু। সেসময় ওই এলাকায় মোটরবাইক নিয়ে এসে রকমারি জিনিসপত্র বিক্রি করতে শুরু করে এক ব্যক্তি। তা দেখে মসজিদ থেকে বেরিয়ে এসে তাকে ঘিরে ধরতে জিনিস দেখতে শুরু করে শিশুরা। তখনই হঠাৎ বিস্ফোরণে কেঁপে ওঠে ওই এলাকা। কালো ধোঁয়ায় ভরে যায় চারিদিক। পরে দেখা যায় ঘটনাস্থলে পড়ে রয়েছে ১৫ জন শিশুর মৃতদেহ। জখম অবস্থায় ২০ জনকে হাসপাতালে ভরতি করা হয়।

[আরও পড়ুন: আতঙ্ক ছড়াচ্ছে নতুন করোনা ভাইরাস! ইংল্যান্ডের একাংশে ফের জারি লকডাউন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement