shono
Advertisement

অফিসে সুপার লুকের গোপন কথা

কেরিয়ার এক্সপার্টরাও পেশাদার পোশাক সম্পর্কে বেশকিছু টিপস দিয়েছেন৷ The post অফিসে সুপার লুকের গোপন কথা appeared first on Sangbad Pratidin.
Posted: 09:28 PM Jun 27, 2016Updated: 05:51 PM Feb 28, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সকালের অ্যালার্ম বাজলেই অফিসে যাওয়ার প্রস্তুতি শুরু হয়ে যায়৷ আর দিনের শেষে ভিড় ট্রেন বাসে বাড়ি ফেরার সময় ফের পরের দিনের চিন্তা৷ ১০ টা ৬ টার ডিউটিতেই আটকে জীবন৷ হাজার কাজের ভিড়ে নিজের জন্য সময় দেওয়ার সময় কোথায়? আর সেই কারণেই যত ফ্যাশন সচেতনতা রয়েছে, তার সবটাই অফিসে জাহির করার প্রবণতা দেখা যায় যুবক-যুবতীদের৷ যদি সত্যিই এমনটা করে হয় তবে সচেতন হোন আগেভাগেই৷ কেমন পোশাক পরে অফিস যাওয়া উচিত তা নিয়ে বিস্তর গবেষণা চালিয়েছেন ফ্যাশন বিশেষজ্ঞরা৷ পাশাপাশি কেরিয়ার এক্সপার্টরাও পেশাদার পোশাক সম্পর্কে বেশকিছু টিপস দিয়েছেন৷
তেমনই কিছু টিপস রইল এই প্রতিবেদনে৷

Advertisement


অফিস মানেই কোট, টাই কিংবা ভীষণ কিছু তথাকথিত ফরমাল পোশাক না’ও হতে পারে৷ ছিমছাম পোশাক যা অফিসের ড্রেসকোডের আওতায় পড়ে, তেমন পোশাকও অফিসে পরে আসা যায়৷ কিন্তু অফিসের বোর্ডরুমকে কখনও সমুদ্র সৈকত কিংবা পাব ভেবে ফেললে বিস্তর সমস্যা তৈরি হতে পারে৷ এমন হতেই পারে, আপনি আপনার বর্ষার বিশেষ ফ্লোরাল কালেকশনের পোশাক পরে অফিসে হাজির হলেন৷ সঙ্গে চড়া মেকআপ৷ আপনাকে হয়তো দেখতে খারাপ লাগবে না৷ কিন্তু আপনার পোশাক অফিসের পরিবেশের সঙ্গে মানাবে না৷ আর ভাল কাজ ছাড়া আপনার অন্য কোনও বিষয় অফিসের লোকেদের নজর কারুক, তা আপনার কেরিয়ারের পক্ষে বিশেষ ভাল না৷


কর্মক্ষেত্রে কোনও ড্রেসকোড থাকলে তা অবশ্যই মেনে চলার চেষ্টা করুন৷ অফিসে যদি জিনস কিংবা এথনিক পোশাক পরার অনুমতি না থাকে, তবে তেমন পোশাক এড়িয়ে চলাই ভাল৷ যদি ফরমাল পোশাক পরার নির্দেশ থাকে, তবে ফরমাল পোশাকেই অফিসে যান৷
কর্মক্ষেত্রে পোশাকের পাশাপাশি জুতো কেমন পরা উচিত, তা নিয়েও কথা বলেছেন ফ্যাশন বিশেষজ্ঞরা৷ তাঁদের মতে অফিসে এমন জুতো পরে আসা উচিত যা টেকসই৷ পাশাপাশি রঙিন চকচকে চটি বা জুতো পরে আসা একেবারেই উচিত নয়৷ এমনটাই বলেছেন বিশেষজ্ঞরা৷
অফিসে ট্রেন্ডি থাকার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল নিজের মতো থাকা৷ পাশের ডেস্কের মেয়েটি কী পোশাক পরছে বা চলতি ফ্যাশন অনুযায়ী এমন কিছু পরে কখনই অফিসে আসা উচিত না৷ কারণ বেশিরভাগ ক্ষেত্রেই এই অন্ধ অনুকরণ করলে দেখতে বিশেষ সুন্দর লাগে না৷ তাই অফিসে নিজের মতো থাকতে চেষ্টা করুন৷ এমন পোশাকই পরুন যাতে আপনি অস্বস্তি অনুভব না করেন৷ আর নিজের মতো থাকলেই আপনাকে সবচেয়ে সুন্দর লাগে| এই বিশ্বাস রাখুন৷

The post অফিসে সুপার লুকের গোপন কথা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement