সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সম্প্রতি কলকাতা প্রেস ক্লাবে ম্যানেজমেন্ট অ্যান্ড এন্টারপ্রেনারশিপ অ্যান্ড প্রফেশনাল স্কিলস কাউন্সিল (MEPSC) এবং ভক্তিবেদান্ত রিসার্চ সেন্টার (BRC)–এর একটি গুরুত্বপূর্ণ মৌ সাক্ষরিত হল।
এই উদ্যোগের ফলে শিশুশিক্ষা ও তাদের দক্ষতা প্রণয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। শুধু তাই নয়। ভারতীয় জ্ঞান ঐতিহ্যের সমন্বয়ে একটি নতুন দিশা দেখা দেবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। কর্তৃপক্ষ জানিয়েছে, এই সহযোগিতার মাধ্যমে প্রি-স্কুল ফ্যাসিলিটেটর ও কেয়ারগিভার সার্টিফিকেশন প্রোগ্রামে মূল্যবোধভিত্তিক পাঠদান, শিশুর প্রাথমিক জ্ঞানের বিকাশ, সাংস্কৃতিক ভিত্তি প্রভৃতিকে যুক্ত করার সংকল্প নেওয়া হয়েছে।
MEPSC-এর সিইও অনিল পোখরিয়াল বলেন, এই মৌ চুক্তির মাধ্যমে যে কাজগুলি করা হবে, তার মধ্যে ভারতীয় জ্ঞানব্যবস্থাভিত্তিক প্রশিক্ষণ কনটেন্ট তৈরি, প্রাচীন ভারতীয় শিক্ষাপদ্ধতি থেকে অনুপ্রাণিত লার্নিং মডিউল ডিজাইন, প্রাথমিক শিশুশিক্ষা নিয়ে যৌথ গবেষণা, ভবিষ্যৎ পাঠ্যক্রম উদ্ভাবন, ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট ও স্কিল ডেভেলপমেন্টে দীর্ঘমেয়াদি যৌথ প্রচেষ্টা চালানো হবে।
ভক্তি বেদান্ত রিসার্চ সেন্টারের ডিন ড. সুমন্ত রুদ্র বলেন, “ভক্তিবেদান্ত রিসার্চ সেন্টারে আমরা ভারতীয় জ্ঞানব্যবস্থাকে বিকশিত ভারতের লক্ষ্য অর্জনের অন্যতম প্রধান উপাদান হিসেবে দেখি। দীর্ঘদিন ধরে আমাদের প্রতিষ্ঠান আন্তর্জাতিক স্তরে গবেষণা ও একাডেমিক উৎকর্ষের জন্য স্বীকৃত। এই মৌ সাক্ষর আমাদের সেই অভিজ্ঞতাকে দেশের ভবিষ্যৎ নির্মাণে নিয়োজিত শিক্ষক তৈরির কাজে লাগানোর সুযোগ করে দিল।”
এই কাজে নালন্দা লার্নিং সিস্টেমস প্রাইভেট লিমিটেড সহযোগী প্রতিষ্ঠান হিসেবে যুক্ত হয়েছে। সংস্থার প্রতিষ্ঠাতা নির্দেশক তমাল মুখার্জী বলেন, তারা প্রি-স্কুল ফ্যাসিলিটেটর ট্রেনিং, কনটেন্ট ডেভেলপমেন্ট এবং প্রশিক্ষণ প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে প্রস্তুত।
