shono
Advertisement
Career

ডিগ্রির জৌলুস ফিকে, ২০২৬-এর কর্মবাজারে টিকে থাকতে চাই এই 'পঞ্চবাণ'

দ্রুত বদলাচ্ছে কাজের দুনিয়া। কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) এবং অটোমেশনের দাপটে আমূল বদলে যাচ্ছে চাকরির সমীকরণ। প্রথাগত ডিগ্রির শংসাপত্র এখন আর নিশ্চিত চাকরির চাবিকাঠি নয়।
Published By: Buddhadeb HalderPosted: 12:52 PM Jan 23, 2026Updated: 01:22 PM Jan 23, 2026

ক্যালেন্ডারের পাতায় ২০২৬। দ্রুত বদলাচ্ছে কাজের দুনিয়া। কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) এবং অটোমেশনের দাপটে আমূল বদলে যাচ্ছে চাকরির সমীকরণ। প্রথাগত ডিগ্রির শংসাপত্র এখন আর নিশ্চিত চাকরির চাবিকাঠি নয়। বড় বড় বহুজাতিক সংস্থা থেকে শুরু করে স্টার্টআপ— সর্বত্র এখন একটাই মন্ত্র। ‘স্কিল-বেসড হায়ারিং’ বা দক্ষতা ভিত্তিক নিয়োগ।

Advertisement

প্রতীকী ছবি

বিভিন্ন প্রথম সারির পেশাদার ওয়েবসাইটের তথ্য বলছে, শুধু পুঁথিগত বিদ্যা নয়, বরং সেই জ্ঞানকে কাজে লাগানোর অভিজ্ঞতাই এখন আসল। ‘ইন্ডিয়া স্কিলস রিপোর্ট ২০২৬’ অনুযায়ী, ভারতে নিয়োগযোগ্যতার হার গত বছরের তুলনায় বেড়ে ৫৬.৩৫ শতাংশে দাঁড়িয়েছে। কিন্তু এই প্রতিযোগিতায় টিকে থাকতে হলে কোন ৫টি অস্ত্র আপনার ঝুলিতে থাকা চাই?

সাঁতার না জানলে যেমন জলে নামা দায়, এআই না জানলে কর্মক্ষেত্রে টেকাও তেমনই কঠিন। এআই লিটারেসি বা কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ জানার চাহিদা গত এক বছরে প্রায় ১৭৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

১. এআই লিটারেসি ও ডিজিটাল দক্ষতা: সাঁতার না জানলে যেমন জলে নামা দায়, এআই না জানলে কর্মক্ষেত্রে টেকাও তেমনই কঠিন। এআই লিটারেসি বা কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ জানার চাহিদা গত এক বছরে প্রায় ১৭৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। কোডিং না জানলেও এআই টুল ব্যবহার করে কাজ দ্রুত শেষ করার কৌশল আয়ত্ত করা এখন সময়ের দাবি।

২. ক্রিটিক্যাল থিংকিং ও সমস্যা সমাধান: প্রযুক্তি যত উন্নত হচ্ছে, মানুষের মস্তিষ্কের সূক্ষ্ম বিচারের গুরুত্ব তত বাড়ছে। রোবট তথ্য দিতে পারে, কিন্তু জটিল পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কেবল মানুষেরই আছে। যে কোনও কঠিন জট খোলার দক্ষতা আপনাকে ভিড়ের মধ্যে আলাদা করে চিনিয়ে দেবে।

প্রতীকী ছবি

৩. অভিযোজন ক্ষমতা: আজ যে প্রযুক্তি নতুন, কাল তা সেকেলে। তাই দ্রুত নতুন কিছু শেখার এবং পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার মানসিকতা রাখা জরুরি। নিজেকে প্রতিনিয়ত আপগ্রেড না করলে পিছিয়ে পড়ার সম্ভাবনা প্রবল।

৪. উন্নত যোগাযোগ ও সমন্বয়: যন্ত্রের যুগেও মানুষের সঙ্গে মানুষের যোগাযোগই সাফল্যের মূল ভিত্তি। নিজের ভাবনাকে স্পষ্টভাবে প্রকাশ করা এবং দলের সঙ্গে মিলেমিশে কাজ করার ক্ষমতা সব সময় চাহিদার শীর্ষে থাকে।

৫. ইমোশনাল ইনটেলিজেন্স: এআই-এর কাছে তথ্য আছে, কিন্তু সহানুভূতি বা আবেগ নেই। মানুষের অনুভূতি বোঝা এবং সেই অনুযায়ী আচরণ করার ক্ষমতা বা ইমোশনাল ইনটেলিজেন্স কর্মক্ষেত্রে সুস্থ পরিবেশ বজায় রাখে। ২০২৬-এ রোবটের সঙ্গে টক্কর দিতে মানুষের এই গুণটিই হবে সেরা হাতিয়ার।

বিশেষজ্ঞদের মতে, এই পাঁচটি ক্ষেত্রে পারদর্শী হলে চাকরির বাজারে মন্দার মেঘ আপনাকে স্পর্শ করতে পারবে না। মনে রাখবেন, ডিগ্রি আপনাকে ইন্টারভিউ পর্যন্ত পৌঁছে দেবে, কিন্তু চাকরি ধরে রাখবে আপনার অর্জিত দক্ষতা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement