সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চাকরি প্রার্থীদের জন্য সুখবর। প্রচুর কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল অয়েল ইন্ডিয়া। শূন্যপদ মোট কতগুলি? কীভাবে আবেদন করবেন? আবেদনের শেষ তারিখ কবে? জেনে নিন খুঁটিনাটি।
মোট শূন্যপদ-৪৬
রিগ মেনটেন্যান্স অ্যাসিস্ট্যান্ট- ৮
বেতন -২১, ৪৫০ টাকা
অ্যাসিস্ট্যান্ট মেকানিক-৩৮
বেতন -২১, ৪৫০ টাকা
শিক্ষাগত যোগ্যতা
রিগ মেনটেন্যান্স অ্যাসিস্ট্যান্ট- সরকারি বা সমতূল বোর্ড থেকে মাধ্যমিক উত্তীর্ণ হতে হবে। যে কোনও ট্রেডে ট্রেড সার্টিফিকেট থাকতে হবে। ৪ বছরের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক। তিনটি শর্তপূরণ হলে তবেই আবেদন করতে পারবেন এই পদে। বয়স হতে হবে নূন্যতম ১৮ বছর। এসসি, এসটি, এবিসিদের ক্ষেত্রে নিয়ম অনুযায়ী ছাড় রয়েছে।
অ্যাসিস্ট্যান্ট মেকানিক- সরকারি বা সমতূল বোর্ড থেকে মাধ্যমিক উত্তীর্ণ হতে হবে। যে কোনও ট্রেনে ট্রেড সার্টিফিকেট থাকতে হবে। ২ বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন।
ওয়াক ইন ইন্টারভিউর তারিখ
রিগ মেনটেন্যান্স অ্যাসিস্ট্যান্ট পদে ওয়াক ইন ইন্টারভিউ হবে ১৬ ডিসেম্বর। যেতে হবে এই ঠিকানায়- 5th floor, OIL Human Resources Office, Duliajan।
অ্যাসিস্ট্যান্ট মেকানিক পদে পরীক্ষা হবে ১৮ ডিসেম্বর। পরীক্ষা হবে দুলিয়াজালান ক্লাব অডিটোরিয়াম, দুলিয়াজালানে।
- অনলাইন বা অফলাইন আবেদনের প্রয়োজন নেই। সরাসরি অংশ নিতে হবে ইন্টারভিউয়ে। সঙ্গে রাখতে হবে বায়োডাটা ও শংসাপত্র।