সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কর্মপ্রার্থীদের জন্য সুখবর। মেট্রো রেলওয়ে কলকাতাতে একশোরও বেশি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি। ফিটার, ইলেকট্রিসিয়ান, মেশিনিস্ট এবং ওয়েল্ডার পদে অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে। জেনে নিন আবেদন সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি।
শূন্যপদ:
মোট শূন্যপদ: ১২৮।
যোগ্যতা:
ন্যূনতম ৫০% নম্বর-সহ দশম শ্রেণি পাস, সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই (এনসিভিটি/ এসসিভিটি) পাশ করে থাকতে হবে।
আবেদনকারীর বয়স:
সর্বোচ্চ ২৪ বছর।
আবেদন ফি:
সাধারণ বা জেনারেলদের জন্য ১০০ টাকা।
এসসি/এসটি, পিডব্লুবিডি এবং মহিলা প্রার্থীদের কোনও আবেদন ফি লাগবে না।
আবেদন পদ্ধতি:
অফিশিয়াল ওয়েবসাইট www.apprenticeshipindia.org-এ গিয়ে প্রয়োজনীয় ডকুমেন্ট-সহ ফর্মটি পূরণ করতে হবে।
আবেদনের দিনক্ষণ:
আবেদন শুরু হবে ২৩ ডিসেম্বর সকাল ১১টা থেকে। আবেদনের শেষ তারিখ ২২ জানুয়ারি বিকাল ৫টা পর্যন্ত। বিশদ জানতে ওয়েবসাইটে গিয়ে অফিশিয়াল নোটিফিকেশনে নজর রাখতে হবে।