সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রেলে অ্যাপ্রেন্টিসের পরিকল্পনা রয়েছে? তাহলে আপনার জন্য রয়েছে দারুন খবর। ৪১১৬ পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল রেলওয়ে রিক্রুটমেন্ট সেল, নর্দান রেলওয়ে। কীভাবে আবেদন করবেন? শেষ তারিখ কবে? জেনে নিন যাবতীয় খুঁটিনাটি তথ্য।
মোট শূন্যপদ-৪১১৬
লখনউ- ১৩৯৭
দিল্লি-১১৩৭
ফিরোজপুর-৬৩২
আম্বালা-৯৩৪
মোরাদাবাদ-১৬
পদের নাম- অ্যাক্ট অ্যাপ্রেন্টিস
শিক্ষাগত যোগ্যতা- আবেদনকারীকে নূন্যতম মাধ্যমিক পাশ হতে হবে। ৫০ শতাংশ নম্বর থাকা আবশ্যক। সেই সঙ্গে নির্দিষ্ট ট্রেডে আইটিআই বা NCVT, SCVT পাশ হতে হবে।
আবেদনকারীর বয়স- নূন্যতম ১৫ বছর হলেই আবেদন করা যাবে। বয়সের সর্বোচ্চসীমা ২৪ বছর। তবে তফশিলি জাতি ও উপজাতি, অবসরপ্রাপ্তরা নিয়ম অনুযায়ী ছাড় পাবেন।
আবেদনের পদ্ধতি- আবেদন করতে হবে অনলাইনে। প্রথমে www.rrcnr.org- এ যান। বেছে নিন 'Act Apprentice Recruitment 2025'। রেজিস্ট্রেশনের পর ফর্ম পূরণ করুন। আপলোড করুন প্রয়োজনীয় নথি। তারপর ফি জমা দিন।
আবেদন মূল্য- সাধারণ ও ওবিসিদের জমা দিতে হবে ১০০ টাকা। বাকিদের দিতে হবে না কোনও টাকা।
নিয়োগ পদ্ধতি- মাধ্যমিক ও আইটিআই পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাতালিকা প্রকাশ করা হবে। তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিক্যাল পরীক্ষা হবে।
আবেদনের দিনক্ষণ- ২৫ নভেম্বর থেকে আবেদন করতে পারবেন। চলবে ২৪ ডিসেম্বর।
আবেদনের পূর্বে অবশ্যই www.rrcnr.org-এই ওয়েবসাইটে নজর রাখুন। উপরিউক্ত পদে নিয়োগ সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য পাবেন সেখানেই।
