সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুর্গাপুরের মলানদিঘি অঞ্চলে অনুষ্ঠিত হল সনকা এডুকেশনাল ট্রাস্টের বার্ষিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানটি দু'দিন ধরে চলে। ছাত্রছাত্রী ছাড়াও এলাকার বহু গণ্যমান্য ব্যক্তি এতে উপস্থিত ছিলেন।
বার্ষিক অনুষ্ঠানে দিনভর চলে ছাত্র-ছাত্রীদের বিভিন্ন মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। তবে এই অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল বলিউড তারকাদের উপস্থিতি।
প্রথম সন্ধ্যায় মঞ্চ মাতাতে এসেছিলেন বলিউডের স্বনামধন্য গায়ক সুখবিন্দর সিং। তাঁর গান শুনে সকলে মুগ্ধ হন। দ্বিতীয় সন্ধ্যায় মন জয় করেন বলিউডের স্বনামধন্য গায়িকা নেহা কক্কড়। তাঁর গান শুনতে বিপুল ভিড় হয়েছিল।
দুদিনের এই জমজমাট বার্ষিক অনুষ্ঠানকে ঘিরে ছাত্র-ছাত্রীসহ দুর্গাপুরের বিভিন্ন স্তরের সংগীতপ্রেমী মানুষের মধ্যে ছিল চরম উন্মাদনা। এই আয়োজন দুর্গাপুরের সাংস্কৃতিক অঙ্গনে এক নতুন মাত্রা যোগ করল।
পশ্চিমবঙ্গের দুর্গাপুরে অবস্থিত সনকা এডুকেশন ট্রাস্টস গ্রুপ অফ ইনস্টিটিউশনস। এই বেসরকারি ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানে সাতটি বিষয়ে স্নাতক পড়ার সুযোগ রয়েছে। মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত এই কলেজ। প্রতিষ্ঠানটি AICTE এবং COA অনুমোদিত।
