অর্ণব আইচ: ভারত ও চিনের মধ্যে সাংস্কৃতিক ও ভাষাগত বন্ধন জোরদার করতে সফলভাবে অনুষ্ঠিত হল অষ্টম 'জুয়ানজ্যাং কাপ চিনা ভাষা প্রতিযোগিতা'। ২০ নভেম্বর ২০২৫, পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের চিনা ভবন এবং কলকাতার চিনা দূতাবাস যৌথভাবে এই প্রতিযোগিতার আয়োজন করে।
দিল্লি বিশ্ববিদ্যালয়, জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়, বারাণসী হিন্দু বিশ্ববিদ্যালয়-সহ মোট ছ'টি বিশ্ববিদ্যালয়ের ৪০ জন শিক্ষার্থী অংশ নেন। প্রায় ২০০ জন শিক্ষক, শিক্ষার্থী এবং সংবাদমাধ্যমের প্রতিনিধিরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপ-কনসাল জেনারেল কিন ইয়ং এবং বিশ্বভারতীর উপাচার্য ড. প্রবীর কুমার ঘোষ বক্তব্য রাখেন। কিন ইয়ং বলেন, বিখ্যাত চিনা পরিব্রাজক জুয়ানজ্যাং ছিলেন ভারত-চিন সভ্যতার সাংস্কৃতিক বিনিময়ের উজ্জ্বল উদাহরণ। বিশ্বভারতীর প্রতিষ্ঠাতা রবীন্দ্রনাথ ঠাকুর আধুনিক সময়ে এই বন্ধুত্বের পথপ্রদর্শক হয়ে ওঠেন।
ড. ঘোষ দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৭৫তম বার্ষিকী উপলক্ষে সন্তোষ প্রকাশ করেন। তিনি আশা প্রকাশ করেন যে, দুই দেশের যুবকরা একে অপরের ভাষা ও সংস্কৃতি শিখে পারস্পরিক বোঝাপড়া এবং বন্ধুত্বকে আরও মজবুত করে তুলবে।
প্রতিযোগিতাটি মূলত দুটি গ্রুপে বিভক্ত ছিল—নবীন এবং অভিজ্ঞ বক্তা। প্রতিযোগীরা চিনা ভাষায় নিজের লেখা গল্প পরে শোনান। শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এই সফরের সময় মি. কিন শান্তিনিকেতন ট্রাইবাল অ্যাকাডেমির ফুটবল দলকে জার্সিও দান করেন এবং একটি ফুটবল ম্যাচের উদ্বোধন করেন।
