সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় রেলের দক্ষিণ-পূর্ব-মধ্য শাখায় বিলাসপুর ডিভিশনে বিভিন্ন পদে অ্যাপ্রেন্টিস বা শিক্ষানবিশ নিয়োগ করা হবে। প্রত্যেক পদের ক্ষেত্রেই প্রার্থীকে দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হতে হবে এবং আইটিআই কোর্স সম্পূর্ণ করে থাকতে হবে। এক বছরের জন্য প্রশিক্ষণ দেওয়া হবে। কোন কোন পদে নিয়োগ করা হবে? বয়সসীমা কত? আবেদনের শেষ তারিখই বা কবে? আবেদনের আগে একঝলকে দেখে নিন যাবতীয় তথ্য।
মোট শূন্যপদ- ৮৩৫

পদের নাম- ডিজিটাল ফটোগ্রাফার, ওয়েল্ডার, ইলেক্ট্রিশিয়ান, ফিটার, স্টেনোগ্রাফার, টার্নার, মেকানিস্ট-সহ বিভিন্ন ট্রেডে নিয়োগ করে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ চলাকালীন অ্যাপ্রেন্টিসরা সরকারি নিয়ম অনুযায়ী ভাতা পাবেন।
বয়সসীমা- প্রশিক্ষণ নিতে আগ্রহী সমস্ত প্রার্থীর বয়স হতে হবে ১৫ থেকে ২৪ বছরের মধ্যে।
নিয়োগ পদ্ধতি- দ্বাদশ পরীক্ষা এবং আইটিআই কোর্সে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে। নিযুক্ত প্রার্থীদের বিলাসপুর ডিভিশনে প্রশিক্ষণ দেওয়া হবে।
আবেদন পদ্ধতি- অনলাইনে আবেদন করতে হবে। www.secr.indianrailways.gov.in ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। আবেদনের বিষয়ে আরও বিশদ জানতে অফিশিয়াল ওয়েবসাইটে নজর রাখুন।
আবেদনের শেষ তারিখ- ২৫ মার্চ ২০২৫