সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল সাউথ ইস্টার্ন কোলফিল্ডস। মাইনিং সর্দার এবং ডেপুটি সার্ভেয়র পদে মোট ৪০৫ জনকে নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীদের আগামী ২৩ ফেব্রুয়ারির মধ্যে আবেদন করতে হবে। জেনে নিন আবেদন সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি।
মাইনিং সর্দার
শূন্যপদ: ৩৫০টি
শিক্ষাগত যোগ্যতা:
- আবেদনকারীকে ন্যূনতম মাধ্যমিক পাশ হতে হবে।
- ধানবাদের ডিরেক্টরেট জেনারেল অফ মাইনস সেফটির মাইনিং সর্দারশিপ কম্পিটেন্সি সার্টিফিকেট থাকতে হবে। অথবা মাইনিং ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা করা থাকলেও চলবে।
ডেপুটি সার্ভেয়ার
শূন্যপদ: ৫৫টি
শিক্ষাগত যোগ্যতা:
- আবেদনকারীকে ন্যূনতম মাধ্যমিক পাশ হতে হবে।
- ধানবাদের ডিরেক্টরেট জেনারেল অফ মাইনস সেফটির মাইনিং সর্দারশিপ কম্পিটেন্সি সার্টিফিকেট থাকতে হবে।
[আরও পড়ুন: হাজারেরও বেশি বিএসএফে কর্মী নিয়োগ, জেনে নিন আবেদনের পদ্ধতি]
আবেদনকারীর বয়সসীমা:
ন্যূনতম ১৮ থেকে সর্বোচ্চ ৩০ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।
বেতন:
মাইনিং সর্দার এবং ডেপুটি সার্ভেয়ার পদে বেতন ৩১ হাজার ৮৫২ টাকা।
আবেদনের পদ্ধতি:
///www.secl-cil.in ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারেন।
আবেদনের শেষ দিন:
আগ্রহী প্রার্থীদের আগামী ২৩ ফেব্রুয়ারির মধ্যে আবেদন করতে হবে।
আবেদনের ফি:
অনলাইনে জিএসটি-সহ মোট ১ হাজার ১৮০ টাকা ব্যাংকে জমা দিতে হবে। ফি জমা দিতে আগামী ২৪ ফেব্রুয়ারির মধ্যে।
আবেদন সংক্রান্ত যাবতীয় তথ্যের খোঁজে ///www.secl-cil.in ওয়েবসাইটে নজর রাখতে হবে।