সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (IIM) আয়োজিত ন্যাশনাল পলিসি হ্যাকাথন ২০২৫- এ দ্য হেরিটেজ কলেজের জয়জয়কার। মোট ৫০০ প্রতিযোগীকে পিছনে ফেলে যৌথভাবে প্রথম স্থান অর্জন করলেন অস্মিতা শীল ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন দ্য হেরিটেজ গ্রুপ অব ইনস্টিটিউটের কর্তা।

পুরস্কার হাতে প্রথম স্থানাধিকারীরা।
টিচ ফর ইন্ডিয়া ও টাটা স্ট্রাইভ কনক্লুডের সহযোগিতায় IIM-এর তরফে আয়োজন করা হয়েছিল ন্যাশনাল পলিসি হ্যাকাথন ২০২৫। গোটা দেশের মোট ৫০০ জন প্রতিযোগী অংশ নিয়েছিলেন এই অনুষ্ঠানে। প্রথম রাউন্ড শেষে ৫০ টিমকে বেছে নেওয়া হয় দ্বিতীয় ধাপের জন্য। তাঁদের মধ্যে থেকে ২০ টি টিম বেছে নেওয়া হয় ফাইনালের জন্য। গত ২ মার্চ আইআইএম কলকাতায় আয়োজন করা হয় ফাইনাল রাউন্ড। সেখানেই প্রথম স্থান পায় হেরিটেজ কলেজ, কলকাতা। দ্বিতীয় স্থান পেয়েছে খ্রিস্ট ইউনিভার্সিটি, বেঙ্গালুরু। তৃতীয় স্থানে টাটা ইনস্টিটিউশন অব সোশাল সায়েন্স।
ন্য়াশনাল পলিসি হ্যাকাথন হল বুদ্ধির লড়াই, যেখানে উৎসাহী নীতি-নির্ধারকরা একত্রিত হয়ে হয়েছিলেন। সেখানেই নিজেদের বুদ্ধিমত্তায় জয়ের শিরোপা পেলেন পড়ুয়ারা। তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন দ্য হেরিটেজ গ্রুপ অব ইনস্টিটিউটের কর্তা পি কে আগরওয়াল। তিনি বলেন, "যারা জাতীয় স্তরের এই প্রতিযোগিতায় জয়ী হয়েছেন তাঁদের শুভেচ্ছা। অল্প সময়ের সময়ের মধ্যে হেরিটেজ কলেজের পড়ুয়ারা নজির গড়ছে। যা আমাদের গর্বিত করেছে।" উল্লেখ্য, ২০১৬ সালে স্থাপিত হয়েছে দ্য হেরিটেজ কলেজ। এটি কলকাতা বিশ্ববিদ্য়ালয়ের অন্তর্গত। এখানে বিজ্ঞান, বাণিজ্য ও কলা বিভাগে স্নাতক স্তর পর্যন্ত লেখাপড়ার সুযোগ রয়েছে। এই কলেজটি দ্য হেরিটেজ গ্রুপ অব ইনস্টিটিউটেরই অংশ।