shono
Advertisement

ব্রাজিলের নতুন কোচ অ্যানসেলোত্তি, কবে থেকে দায়িত্ব নেবেন তিনি?

অ্যানসেলোত্তির হাত ধরে কি ঘুরে দাঁড়াবে ব্রাজিল?
Posted: 12:33 PM Jul 05, 2023Updated: 12:33 PM Jul 05, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোপা আমেরিকায় (Copa America) ব্রাজিল দলের কোচিংয়ের দায়িত্বে থাকবেন কার্লো অ্যানসেলোত্তি (Carlo Ancelotti)। ব্রাজিল ফুটবল কনফেডারেশনের প্রেসিডেন্ট এডনালডো রডরিগেজ এ কথা জানিয়েছেন।

Advertisement

অ্যানসেলোত্তি দায়িত্ব না নেওয়া পর্যন্ত ব্রাজিল জাতীয় দলের রিমোট কন্ট্রোল ফ্লুমিনেন্সের কোচ ফার্নান্দো দিনিজের হাতে থাকবে। রডরিগেজ বলেছেন, ”দিনিজের গেম প্ল্যান, খেলানোর ধরন অ্যানসেলোত্তির মতোই। কোপা আমেরিকা থেকে দায়িত্ব নেবে অ্যানসেলোত্তি।”

[আরও পড়ুন: সাফ চ্যাম্পিয়ন হতেই মণিপুরের পতাকা নিয়ে সেলিব্রেশন! নেটদুনিয়ার রোষানলে ভারতীয় তারকা]

কোপা আমেরিকার দিনক্ষণ ঘোষিত হয়ে গিয়েছে। কোপা আমেরিকার বল গড়াবে ২০ জুন। রিয়াল মাদ্রিদের সঙ্গে অ্যানসেলোত্তির চুক্তির মেয়াদ শেষ হচ্ছে ২০২৪ সালের ৩০ জুন।

ক্লাব কোচিংয়ে বিখ্যাত অ্যানেসেলোত্তি অতীতে আন্তর্জাতিক পর্যায়ে কোচিং করেননি। এবারই প্রথম। ব্রাজিলও প্রথম বার কোনও বিদেশিকে কোচ করল।

সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ২০২৬ বিশ্বকাপের বাছাই পর্ব। তখন থেকেই দিনিজের চুক্তির মেয়াদ শুরু হচ্ছে। সেপ্টেম্বরের ৭ তারিখ বলিভিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে ব্রাজিল শুরু করছে বিশ্বকাপের যোগ্যতাপর্বের ম্যাচ। নভেম্বরে আর্জেন্টিনার বিরুদ্ধে ঘরের মাঠে খেলতে নামবে দিনিজের ব্রাজিল।

[আরও পড়ুন: জল্পনাতেই সিলমোহর, ভারতীয় দলের নির্বাচকপ্রধান অজিত আগরকর]

 

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement